গাজীপুরে ১০ লাখ টাকার নকল সিগারেটসহ গ্রেপ্তার ১
Published: 11th, July 2025 GMT
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ১০ লাখ টাকার নকল সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে জরুন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম আশিক(২০)। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার নলসোন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে ও কোনাবাড়ীতে ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় একটি সিগারেটের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৮ হাজার ৬৪০ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল ১০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুন:
পাবনায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মী বহিষ্কার
যুবদলের বহিষ্কৃত সেই নেতাকে গুলির পর রগ কেটে হত্যা
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন বলেন, ‘‘গ্রেপ্তাকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নকল সিগারেটের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’’
ঢাকা/রেজাউল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নকল স গ র ট
এছাড়াও পড়ুন:
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ তরুণের
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় এই মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম (ওসি)। তিনি বলেন, ‘বুধবার রাত দেড়টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে পড়ে ৪ তরুণ মারা গেছে বলে শুনেছি ‘
নিহতরা হলেন- রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের শ্রমিকের সন্তান।
এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, যে চারজনকে রাতে নিয়ে আনা হয়েছিল সবাই মৃত ছিল। পরে রবি বুনার্জী নামে একজনকে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তাদের স্বজনরা জানান, নিহতরা সেপটিক ট্যাংকে নেমেছিল। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।