স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের মামলার উল্লেখযোগ্য ও দৃশ্যমান বিচারের কার্যক্রম বাস্তবায়ন করে দিয়ে যেতে চায়। তবে বিচার একটি চলমান ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্য হলে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী ৫ আগস্ট যদি ঘোষণাপত্র দেওয়া যায়, তবে সেজন্য রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসা প্রয়োজন। আশা করি, রাজনৈতিক দলগুলো ঐকমত্য শেষে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘নির্বাচন আয়োজনের জন্য আইনশৃংখলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশন যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছে। চূড়ান্ত সময় আসলে প্রশাসন সেই অনুযায়ী কাজ করবে। সরকারের দিক থেকে সংস্কারের একটি রুপরেখা দেওয়া হয়েছে। কমিশনগুলো যেসব প্রস্তাবনা দিয়েছে এগুলোর বাস্তবায়নে কাজ করছে। যেগুলো সরকারি আদেশে বাস্তবায়ন সম্ভব এগুলোর বাস্তবায়ন হচ্ছে। সংবিধানসহ যেসব বিষয়গুলো আরও একটু জটিল, সেগুলো একটি চার্টারের মাধ্যমে সমঝোতায় আনা হবে। প্রয়োজনে পরবর্তী যে কোনো সরকার এগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে।’

এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো.

ইসমাইল, সাবেক সভাপতি কাজী নাজমুস সা’দাত। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: আইনজ ব সরক র

এছাড়াও পড়ুন:

সাত খুন মামলার বিষয়ে দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। খুব তাড়াতাড়ি দেশের মানুষ এ ব্যাপারে রেজাল্ট পাবে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি এবং জেলার সরকারি কৌসুলি ও পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত ও বিচারকাজ সম্পন্ন করা প্রয়োজন। সেই অগ্রাধিকার এরইমধ্যে নির্ধারিত হয়েছে। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। 

নিহত ব্যক্তির পরিবার মামলার বাদি না হওয়া এবং মিথ্যা মামলায় হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করছি। জাতিকে আশ্বস্ত করছি, ভিকটিমের পরিবার যাতে ন্যায় বিচার পায়। কেউ যাতে মিথ্যা মামলায় হয়রানি না হয়। এজন্য আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধনী প্রস্তাব করা হয়েছে।  

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলা সম্পর্কে তিনি বলেন, ত্বকী হত্যা মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। এ মামলা কোন পর্যায়ে রয়েছে সেটি জেনে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। স্পর্শকাতর হিসেবে আবরার ফাহাদ, মেজর সিনহা হত্যা মামলা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ত্বকীর মামলাটিও এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ মামলা। কীভাবে এ মামলার বিচারকাজ দ্রুত  শেষ করা যায় তা আমরা চিন্তা করছি।  

উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর ও বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ সম্পর্কে তিনি বলেন, প্রস্তাব এসেছে। এগুলো এখনও বিবেচনাধীন। 

নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ জাকির, খোরশেদ মোল্লা, সরকার হুমায়ুন কবির, আনোয়ার প্রধান প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র হতে পারে, আশা আসিফ মাহমুদের
  • অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে
  • রাজসাক্ষী কে, আসামি কীভাবে রাজসাক্ষী হন, শর্ত কী
  • আদালতে জামিননামা দাখিল করলেন অপু বিশ্বাস
  • হবিগঞ্জ আদালত থেকে আসামি ছিনিয়ে নিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা
  • আলোচিত স্কুলছাত্র জনি হত্যায় সাজু ৩ দিনের রিমান্ডে
  • আইনজীবীদের নবনির্মিত চেম্বারের উদ্বোধন করলেন অ্যাটর্নি জেনারেল 
  • সাত খুন মামলার বিষয়ে দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল
  • ‘বিতর্কিত’ বিচারকদের অপসারণ চায় সুপ্রিমকোর্ট বার