ঢাকা, খুলনা ও চাঁদপুরে একাধিক হত্যাকাণ্ড ও সহিংস ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার এক বিবৃতিতে দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) এই ধরনের সহিংসতা রোধে দেশের সচেতন মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যুবদল কর্মী মঈন ও তার সহযোগীরা পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে। এ ঘটনা আবারও প্রমাণ করে রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। তা ছাড়া খুলনায় বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও রগ কেটে হত্যা করা হয়েছে। আর চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ধর্ম অবমাননার অভিযোগে কুপিয়ে জখম করেছে এক ব্যক্তি। এই ঘটনাগুলো সাম্প্রতিক সহিংসতা ও উগ্রতার উদ্বেগজনক মাত্রা নির্দেশ করে।

সিপিবি মনে করে, এসব ঘটনা সামাজিক ও রাজনৈতিক সংকটেরই বহিঃপ্রকাশ। সহিংসতা, বিচারহীনতা ও উগ্রতা সমাজকে গ্রাস করে ফেলছে।

সিপিবি নেতৃবৃন্দ অবিলম্বে এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্ত্রাস ও অপরাধের জায়গা তৈরি হওয়া রোধ করতে হবে।

ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে এই ধরনের বর্বরতা বন্ধ হবে না বলে মনে করে সিপিবি।

আরও পড়ুনযুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজনকে বহিষ্কার৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ