সুনামগঞ্জে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত
Published: 23rd, July 2025 GMT
সুনামগঞ্জ শহরের একটি ক্লিনিকে ঢুকে চিকিৎসকের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ক্লিনিকের পরিচালক রুহুল আমিন বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন।
মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. রায়হান উদ্দিন ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ সৌরভ মুবিনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রায়হান উদ্দিনের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ স্থগিত করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বিকেলে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রায়হান উদ্দিনের নেতৃত্বে শহরের ‘আনিসা হেলথ কেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে’ ঢুকে চিকিৎসক গোলাম রব্বানীর (৩০) ওপর হামলা ও ছুরিকাঘাতের অভিযোগ ওঠে। পরে আহত চিকিৎসককে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনসুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ক্লিনিকে ঢুকে চিকিৎসককে ছুরিকাঘাতের অভিযোগ১৮ ঘণ্টা আগেআহত চিকিৎসকের ভাষ্য, তিনি গতকাল বিকেলে ক্লিনিকে কাজ করছিলেন। তখন রায়হান উদ্দিন আলট্রাসনোগ্রাম কক্ষের সামনে দাঁড়িয়ে ছিলেন। তিনি ভেতরে এক নারীর আলট্রাসনোগ্রাম করছিলেন। এ জন্য রায়হান উদ্দিনকে দরজার সামনে থেকে সরে যেতে অনুরোধ করেন। তখন রায়হান তাঁর সঙ্গে তর্ক জুড়ে দেন। পরে ক্লিনিকের অন্যরা তাঁকে শান্ত করেন। কিছুক্ষণ পর রায়হান উদ্দিন ছাত্রদল নেতা শাহনেওয়াজকে সঙ্গে নিয়ে এসে তাঁর কক্ষে ঢোকেন। তাঁরা চেয়ারে বসে চিকিৎসককে আগের ঘটনার জন্য ‘সরি’ বলতে বলেন। তিনি সরি বলতে অপারগতা প্রকাশ করলে দুজন মিলে তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তখন তাঁকে ছুরিকাঘাত করা হয়। এরপর তাঁর চিৎকারে ক্লিনিকের অন্যরা ছুটে এলে রায়হান ও শাহনেওয়াজ চলে যান। পরে ক্লিনিকের লোকজন চিকিৎসককে সদর হাসপাতালে নিয়ে যান।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন মগঞ জ চ ক ৎসকক চ ক ৎসক
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।