এখন নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘আমরা একটা অদ্ভুত সমস্যার মধ্যে আছি—গণতন্ত্র চাই কিন্তু নির্বাচন চাওয়া যাবে না। এখন নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার বা নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা আছে। নির্বাচন পিছিয়ে দেশ যদি গোল্লায়ও যায়, কিছু মানুষের লাভ আছে। কিন্তু আপনি যখন সামনে নির্বাচন দেখবেন না, তখন আপনার চরিত্র নষ্ট হবে।’

আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে জাহেদ উর রহমান এ কথা বলেন। ‘জুলাই গণ-অভ্যুত্থান: এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো। গোলটেবিল আলোচনার শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানানো হয়। সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের বিষয়ে উদ্বেগ জানানো হচ্ছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, ‘এই প্রশ্নটা ভুলও নয়। আমি মনে করি, বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়ার জন্য দেশের অভ্যন্তরে, বাইরে এবং বেশ কিছু শক্তি চায় যে আমরা একটা মোটামুটি নৈরাজ্যকর অবস্থায় যাই। আমাদের এখন নির্বাচন ছাড়া আসলে আর কোনো উপায় নেই। এই জিনিসটা আমাদের প্রতিটি জায়গা থেকে বলতে হবে।’

নির্বাচনকে খাটো করার প্রবণতা আছে বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আই অ্যাম স্যরি, নির্বাচন এত ছোট বিষয় নয়। যথেষ্ট এম্পিরিকাল (প্রায়োগিক) প্রমাণ আছে যে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন যদি একটার পর একটা হতে থাকে, তাহলে দেশের পরিবর্তন হতে বাধ্য হয়।.

..আপনি যখন সামনে নির্বাচন দেখবেন না, তখন আপনার চরিত্র নষ্ট হবে। ফলে সামনে একটা অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখাটা জরুরি।’

‘কিছু কিছু রাজনৈতিক দল হয়তো নির্বাচনে জিতবে না, কিন্তু সে এখন নানা রকম ক্ষমতা চর্চা করতে পারছে; বিভিন্ন নিয়োগ-পদায়ন, বদলি, বিভিন্ন রকম টেন্ডারে অনেকে তদবির করতে পারছে। ফলে নির্বাচন পেছানোর চেষ্টা থাকবে এবং মূল চেষ্টা হবে নিরাপত্তাকে কেন্দ্র করে।’জাহেদ উর রহমান, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক

গতকাল সচিবালয়ের ফটক ভেঙে শিক্ষার্থীদের ঢুকে পড়া, উত্তরার মাইলস্টোন কলেজে দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের আটকে পড়ার কথাও উল্লেখ করেন এই রাজনৈতিক বিশ্লেষক। জাহেদ উর রহমান বলেন, ‘সবকিছু যদি আমরা যোগ করি, আমরা আসলে ভালো অবস্থায় নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আসলে নিয়ে যাওয়া হচ্ছে।...এখন নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার বা নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা আছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশ যদি গোল্লায়ও যায়, কিছু মানুষের লাভ আছে।’

এ বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘কিছু কিছু রাজনৈতিক দল হয়তো নির্বাচনে জিতবে না, কিন্তু সে এখন নানা রকম ক্ষমতা চর্চা করতে পারছে; বিভিন্ন নিয়োগ-পদায়ন, বদলি, বিভিন্ন রকম টেন্ডারে অনেকে তদবির করতে পারছে। ফলে নির্বাচন পেছানোর চেষ্টা থাকবে এবং মূল চেষ্টা হবে নিরাপত্তাকে কেন্দ্র করে।’

‘হাতুড়ির বাড়ি দিয়ে দেশ ঠিক করা যায় না’

চলমান সংস্কার কার্যক্রম প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘আমি সংস্কার নিয়ে খুব বেশি হতাশ হই। বিচার বিভাগের পূর্ণাঙ্গ পৃথক্‌করণের বিষয়ে অন্তত আমরা আইনগতভাবে একমত পোষণ করছি। বিএনপির মতো দলও এর সঙ্গে একমত। আমার কাছে অনেক বড় মনে হয়, একটা সরকারের হাত থেকে যদি নিম্ন আদালতকে প্রভাবিত করার আইনগত ক্ষমতা কমে যায়, এটা খুব ছোট ব্যাপার নয়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে যে ধরনের ঐকমত্য মোটাদাগে হয়েছে, এগুলো খুব খারাপ নয়।’

বাংলাদেশ এখন একটা অ্যাকিউট ইমার্জেন্সি সিচুয়েশনে (গভীর জরুরি অবস্থা) আছে বলে মন্তব্য করেন এই লেখক। তিনি বলেন, ‘নির্বাচনটা হওয়া আমাদের রোগীর জীবন বাঁচা। এরপর কারণগুলো খুঁজে ক্রমাগত চিকিৎসা করে যেতে হবে এবং একটা দীর্ঘমেয়াদি চিকিৎসা লাগবে। শেখ হাসিনা যে সংকট তৈরি করে গেছে, এগুলো থেকে প্রতিকারের সংক্ষিপ্ত কোনো উপায় নেই। আমরা অনেকে মনে করেছি যে কামারের হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বাংলাদেশকে ঠিক করে ফেলব। এগুলো কাজ করে না। আমাদের সময় লাগবে।’

‘অনেকে খোয়াব দেখছেন’

আলোচনায় জুলাই অভ্যুত্থান–পরবর্তী কিছু প্রবণতার বিষয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আমরা আসলে খুবই আনস্ট্রাকচার্ড ও আনঅর্গানাইজড (কাঠামোহীন ও অসংগঠিত) একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছি এবং সফল হয়েছি। এরপর যতটুকু আমরা পেতে পারতাম, সেটা আমরা মিস করেছি। এরপর আমাদের অনেকের অনেক রকম ইচ্ছে হয়েছে। আমি সব ইচ্ছাকে খারাপ বলছি না, ভালো বলছি। কিন্তু আমরা মনে করলাম একটা সুযোগ পাওয়া গেল, এই সুযোগে আমি আমার নিজস্ব কিছু চিন্তা ও এজেন্ডা পূরণ করব। কিন্তু আমাদের বুঝতে হবে একটা সমাজের ক্ষমতাকাঠামো এভাবে কাজ করে না।’

জাহেদ উর রহমান বলেন, ‘আমি যদি বলি সংবিধান স্থগিত করে দিয়ে এভাবে সরকার করব, এখানকার সবচেয়ে বড় ক্ষমতাবান রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করে আমি এটা করতে পারি না। সে বিভিন্নভাবে রেজিস্ট (প্রতিরোধ) করবেই।...আমি মনে করলাম যে সব স্থগিত করে দেব, আমি এ রকম একটা সরকার করব—এটা করতে গিয়ে আমি ভীতি তৈরি করেছি অনেকের মধ্যে। তখন সে প্রবল পরাক্রমে সে অনেক ডুয়েবল (করার মতো) কাজে রেজিস্ট (প্রতিরোধ) করেছে। কারণ, এটা তখন ক্ষমতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল যে ও তো আমাকে এলিমিনেট (নির্মূল) করতে চায়, আমাকে আইসোলেট (বিচ্ছিন্ন) করতে চায়, আমাকে এক্সক্লুড (বাদ দেওয়া) করতে চায়; ও তো ক্ষমতা নিয়ে নিতে চায়।’

জুলাই অভ্যুত্থানে কোনো সংগঠিত শক্তি ছিল না উল্লেখ করে এই বিশ্লেষক আরও বলেন, ‘আমরা মনে করছি এটা একটা বিপ্লব, একটা বিপ্লবী সরকার হতে পারে এবং আমরা শিক্ষার্থীদের অনেকটা রেড গার্ডের মতো ব্যবহার করার চিন্তা করছি বা এখনো অনেকে সেই খোয়াব দেখছি। এগুলোর ফলে সমস্যা তৈরি হচ্ছে।’

প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফের সঞ্চালনায় এই গোলটেবিল বৈঠকে অংশ নেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ, বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, অধ্যাপক সাঈদ ফেরদৌস, নির্মাতা কামার আহমাদ সাইমন, লেখক ও গবেষক মাহা মীর্জা, তরুণ গবেষক সহুল আহমদ প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ব চনক র জন ত ক আম দ র ক ষমত সরক র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ