প্রথম দুই টি-টোয়েন্টিতে জেতা বাংলাদেশ আজ খেলতে নেমেছে পাকিস্তানকে ধবলধোলাইয় করার লক্ষ্য নিয়ে।

এই ম্যাচে বিক্রি হওয়া সব টিকিটের টাকা সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডির হতাহতদের পরিবার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘ক্রিকেট বাংলাদেশে খেলার চেয়েও বেশি কিছু। এই বিষাদ ও স্মৃতিচিহ্ন রাখার সময়ে, আমাদের কমিউনিটি হিসেবে একসঙ্গে দাঁড়াতে হবে। বিসিবি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এসব ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের জন্য ছোট্ট অবদান রাখতে পেরে ভালো বোধ করছে। আক্রান্ত পরিবার ও ভালোবাসার মানুষদের হারানোদের প্রতি আমাদের প্রার্থনা রইল।’

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতদের সাহায্য করতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন করে সরকার। গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় শতাধিক মানুষ আহত ও অন্তত ২৯ জন নিহত হন। তাঁদের জন্য এবার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিসিবি।

কিছুক্ষণ পরেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ