ইচ্ছাকৃত খেলাপিদের শনাক্ত করে সিআইবিতে রিপোর্ট করার নির্দেশ
Published: 24th, July 2025 GMT
ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের চিহ্নিত করে তাদের বিষয়ে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) রিপোর্ট করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানিগুলো ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্ত ও চূড়ান্ত করার পর এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) রিপোর্ট করতে হবে। ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাকে সিআইবিতে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে প্রদর্শন করতে হবে।
আরো পড়ুন:
মাইলস্টোনে নিহতদের আত্মার মাগফিরাতে রূপালী ব্যাংকে বিশেষ দোয়া
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার
এছাড়া, ফাইন্যান্স কোম্পানিগুলো ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা হিসেবে চূড়ান্তকৃত গ্রাহকের যাচাই করা তথ্যসহ নির্ধারিত ফরম সিআইবিতে সরবরাহ করতে হবে। ফাইন্যান্স কোম্পানিগুলো ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতার ক্রমপুঞ্জীভূত তথ্য ত্রৈমাসিক ভিত্তিতে বিবরণী আকারে প্রতি ৩ মাস অন্তে পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান, বাজার বিভাগ ও সিআইবির কাছে দাখিল করতে হবে।
একইসঙ্গে এ সংক্রান্ত যাবতীয় দলিলাদিসহ হালনাগাদ বিবরণী বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলের চাহিদা মোতাবেক উপস্থাপন করতে হবে।
ফাইন্যান্স কোম্পানি কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্তকরণ ইউনিটের হালনাগাদ তথ্য (সদস্যের নাম, মোবাইল নাম্বার এবং ই মেইল এড্রেস) এবং যেকোনো পরিবর্তন সাতদিনের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে অবহিত করতেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ঢাকা/নাজমুল/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন য ন স ক ম প ন স আইব
এছাড়াও পড়ুন:
পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। এ রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি
কারণ ছাড়াই বাড়ছে দেশবন্ধু পলিমারের শেয়ার দর
ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের তথ্য অনুযায়ী, পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের ভিত্তিতে বন্ডটির ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/রফিক