কনসার্টে দুই সহকর্মীর আলিঙ্গনের ভিডিও ছড়ানোর পর ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লেও আলোচিত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যান্ডটির গান শুনতে হুমড়ি খেয়ে পড়ছেন শ্রোতারা। খবর হলিউড রিপোর্টারের
১৬ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টনে পারফর্ম করে ‘কোল্ডপ্লে’। সেই কনসার্ট চলাকালে কিস ক্যামে ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনমার প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন ও মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে হুলুস্থুল ফেলে দেয়। অ্যান্ডি বায়রন ও ক্রিস্টিন ক্যাবটকে নিয়ে আলোচনার পাশাপাশি কোল্ডপ্লেও আলোচিত হয়েছে। যার প্রভাব পড়েছে ডিজিটাল প্ল্যাটফর্মেও, কোল্ডপ্লের শ্রোতা হু হু করে বাড়ছে।

ডেটা প্রদানকারী প্রতিষ্ঠান লিউমিনেটের বরাতে বিলবোর্ড জানিয়েছে, এ ঘটনার আগে পাঁচ দিনে কোল্ডপ্লের গান ২৮ দশমিক ৭ মিলিয়ন বার শোনা হয়েছে। ঘটনার পরবর্তী পাঁচ দিনে তা বেড়ে ৩৫ দশমিক ৭ মিলিয়নে পৌঁছেছে। প্রায় ২৫ শতাংশ বেড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দুজনকে আলিঙ্গন করতে দেখা গেছে। হঠাৎ ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অ্যান্ডি বায়রন সরে আসেন। লজ্জায় মুখ ঢেকে ফেলেন ক্রিস্টিন ক্যাবট। স্টেজে তখন পারফর্ম করছিলেন ক্রিস মার্টিন। মার্টিন তখন মঞ্চ থেকে বলেন, ‘তারা হয়তো সম্পর্কে আছে, নাহলে খুব লাজুক।’
অ্যান্ডি বায়রন বিবাহিত এবং তাঁর স্ত্রী মেগান কেরিগান বায়রনের সঙ্গে নিউইয়র্কে বসবাস করেন। অন্যদিকে ক্রিস্টিন ক্যাবটের বিবাহবিচ্ছেদ হয় ২০২২ সালে, তিনি এক সন্তানের মা।

আরও পড়ুনকোল্ডপ্লে কনসার্টে ‘অস্বস্তিকর’ ভিডিও, পরকীয়ার গুঞ্জন১৮ জুলাই ২০২৫


ভিডিওটি প্রকাশ্যে আসার পর দুজনের পেশাগত জীবনে ধাক্কা তৈরি করে। আলোচনার মধ্যে প্রধান নির্বাহী পদ ছাড়েন অ্যান্ডি বায়রন। গত শনিবার এক বিবৃতিতে অ্যাস্ট্রোনমা লিখেছে, ‘আমরা প্রতিষ্ঠাকাল থেকে যে মূল্যবোধ ধারণ করে এসেছি, তার ভিত্তিতেই আমাদের নেতৃত্ব পরিচালিত হয়। সম্প্রতি সে মানদণ্ড বজায় রাখা হয়নি।’
বিবৃতিতে আরও জানানো হয়, ‘অ্যান্ডি বায়রন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং পরিচালনা পর্ষদ তা গ্রহণ করেছে। এখন নতুন প্রধান নির্বাহী খুঁজতে কার্যক্রম শুরু হয়েছে। এ সময় পর্যন্ত সহপ্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডি-জয় অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।’
একই ঘটনায় ক্রিস্টিন ক্যাবটও পদত্যাগ করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কনস র ট

এছাড়াও পড়ুন:

ক্যানসারে আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শরীরে ত্বকের ক্যানসার শনাক্ত হয়েছে। বমি ও নিম্ন রক্তচাপের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যানসারের প্রাথমিক ধাপ ধরা পড়ে। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

আরো পড়ুন:

৬ বছর পর ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ প্লে-অফে বলিভিয়া

মারাকানায় ব্রাজিলের বড় জয়

প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর তার ত্বকের ক্যানসারের প্রাথমিক ধাপ ধরা পড়ে।

বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, তার ত্বকের পরীক্ষা করে ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’ শনাক্ত হয়েছে।এটি ত্বকের মাঝারি মাত্রার ক্যানসার, যা সবচেয়ে হালকা ও সবচেয়ে আক্রমণাত্মক ধাপের মাঝামাঝি পর্যায়ে রয়েছে।

চিকিৎসকরা বলেছেন যে, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। ৭০ বছর বয়সী বলসোনারো গত মঙ্গলবার বমি এবং নিম্ন রক্তচাপের কারণে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে ক্যানসারের বিষয়টি গত রবিবারের পরীক্ষায় ধরা পড়ে, যখন তার বুক ও হাতে থাকা ক্ষতস্থানের টিস্যু অপসারণ করা হয়েছিল।

তার অনকোলজিস্ট ক্লাউদিও বিয়ারোলিনি জানিয়েছেন, বলসোনারোর ক্যানসার ‘ইন সিটু’ ধাপে রয়েছে, অর্থাৎ অস্বাভাবিক কোষগুলো এখনো ছড়িয়ে পড়েনি। অস্ত্রোপচারই এর চিকিৎসার জন্য যথেষ্ট হবে। বর্তমানে বলসোনারোর শরীরে সেলাই ও ব্যান্ডেজ রয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে খোলা হবে বলে আশা করা হচ্ছে। বুধবার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন, যেখানে তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন।

বলসোনারো ২০২২ থেকে ২০২৩ সালে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ার আগেই গৃহবন্দি ছিলেন। সম্প্রতি তাকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বিচারপতি আলেকজান্দ্রে দে মোরেসের নির্দেশ অনুযায়ী, গৃহবন্দিত্বে থাকলেও চিকিৎসা জরুরি হলে তিনি বাসার বাইরে যেতে পারেন। তবে প্রতিবারই তার আইনজীবীদের আদালতে চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হয়।

বলসোনারোর সমর্থকরা তার স্বাস্থ্য পরিস্থিতিকে যুক্তি হিসেবে তুলে ধরছেন, যাতে তিনি কারাগারে না গিয়ে বাড়িতেই সাজা ভোগ করতে পারেন। তাদের দাবি, কারাগারে নিলে তার শারীরিক জটিলতা বা দুর্ব্যবহারের ঝুঁকি বাড়বে।

তার জ্যেষ্ঠ পুত্র সিনেটর ফ্লাভিও বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “আমার বাবা আগেও কঠিন লড়াই লড়ে জয়ী হয়েছেন। এবারও ভিন্ন কিছু হবে না।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ