Risingbd:
2025-07-29@19:44:17 GMT

আজ শেরপুরে এনসিপির পদযাত্রা

Published: 27th, July 2025 GMT

আজ শেরপুরে এনসিপির পদযাত্রা

‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে আজ রবিবার (২৭ জুলাই) শেরপুরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে নেতারা জুলাই আন্দোলনে শহীদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভা ও পথসভায় অংশ নেবেন বলে  জানিয়েছেন জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার লিখন মিয়া। 

লিখন জানান, আজ দুপুর ২টার দিকে জেলার নকলা উপজেলার পাইস্কা মোড়ে নেতাদের অভ্যর্থনা জানানো হবে। দুপুর ৩টার দিকে নকলা হলপট্টি মোড়ে নকলা উপজেলার নেতা ও জনসাধারণের সৌজন্য সাক্ষাৎ করবেন তারা।

আরো পড়ুন:

আবদুল হামিদ মানুষের গণতন্ত্র হত্যা করেন: নাহিদ

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হবে: নাহিদ 

বিকেল সাড়ে ৩টার দিকে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আহত ও শহীদ পরিবারের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। 

তিনি আরো জানান, বিকেল সাড়ে ৪টায় শুরু হবে পদযাত্রা। যেটি মাহবুব চত্বর হয়ে খরমপুর মোড়, নিউ মার্কেট প্রদক্ষিণ করে শহীদ স্কয়ারে (থানা মোড়) গিয়ে শেষ হবে। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখবেন নেতারা।

ঢাকা/তারিকুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় এনসিপির কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতা আটক

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে নাশকতার চেষ্টার অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার রাজার বাজারসংলগ্ন খানপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।

আটক ওই যুবলীগ নেতা হলেন হুমায়ুন কবির (৩৫)। তিনি উপজেলার খলিশাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও খলিশাউর পূর্বপাড়া গ্রামের ছোট্টু মিয়ার ছেলে।

এ ব্যাপারে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান বলেন, নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে নাশকতার অভিযোগে যুবলীগের নেতা হুমায়ুন কবিরকে আটক করে জেলা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

থানা–পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির ফেসবুকে নেত্রকোনায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠানে নাশকতা চালানোর চেষ্টা করে উসকানিমূলক স্ট্যাটাস দেন। বিষয়টি নজরে আসার পর জেলা ডিবি পুলিশ ও পূর্বধলা থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

নেত্রকোনায় আজ রোববার এনসিপি পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হবে। শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে আজ সকাল ১০টায় পথসভা শুরু হওয়ার কথা ছিল। তবে বেলা পৌনে ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় কর্মসূচি শুরু হয়নি। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার জোরদার করা হয়েছে।

পুলিশ ও নেত্রকোনা জেলা এনসিপির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনা। এরপর কক্সবাজারে এনসিপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে চকরিয়ায় মঞ্চ ভেঙে দেওয়া হয়। এর পর থেকে দলের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।

এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম খান পাঠান বলেন, পথসভা শেষে শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে তেরিবাজার ঘুরে আখড়ার মোর হয়ে বরবাজার দিয়ে একই স্থানে এসে পদযাত্রা শেষ হবে। পরে কেন্দ্রীয় নেতারা শেরপুর যাবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে: নাহিদ
  • জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে: নাহিদ 
  • এনসিপির নেতারা টাঙ্গাইলে, মাওলানা ভাসানীর কবর জিয়ারত
  • কিশোরগঞ্জে এনসিপির সভায় যুবলীগ নেতার বক্তব্য, একদিন পর বহিষ্কার
  • কিশোরগঞ্জে এনসিপির পথসভায় যোগ দেওয়ায় তিন নেতাকে যুবলীগ থেকে বহিষ্কার
  • সেই পুরোনো ‘কালপ্রিটরাই’ আবার প্রশাসনে ফিরে এসেছে: সারজিস
  • যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, নিয়ে আসছিলেন কেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • পুরোনো সিস্টেমে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না: নাহিদ ইসলাম
  • নেত্রকোনায় এনসিপির কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতা আটক