Risingbd:
2025-11-03@02:15:27 GMT

আজ শেরপুরে এনসিপির পদযাত্রা

Published: 27th, July 2025 GMT

আজ শেরপুরে এনসিপির পদযাত্রা

‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে আজ রবিবার (২৭ জুলাই) শেরপুরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে নেতারা জুলাই আন্দোলনে শহীদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভা ও পথসভায় অংশ নেবেন বলে  জানিয়েছেন জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার লিখন মিয়া। 

লিখন জানান, আজ দুপুর ২টার দিকে জেলার নকলা উপজেলার পাইস্কা মোড়ে নেতাদের অভ্যর্থনা জানানো হবে। দুপুর ৩টার দিকে নকলা হলপট্টি মোড়ে নকলা উপজেলার নেতা ও জনসাধারণের সৌজন্য সাক্ষাৎ করবেন তারা।

আরো পড়ুন:

আবদুল হামিদ মানুষের গণতন্ত্র হত্যা করেন: নাহিদ

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হবে: নাহিদ 

বিকেল সাড়ে ৩টার দিকে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আহত ও শহীদ পরিবারের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। 

তিনি আরো জানান, বিকেল সাড়ে ৪টায় শুরু হবে পদযাত্রা। যেটি মাহবুব চত্বর হয়ে খরমপুর মোড়, নিউ মার্কেট প্রদক্ষিণ করে শহীদ স্কয়ারে (থানা মোড়) গিয়ে শেষ হবে। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখবেন নেতারা।

ঢাকা/তারিকুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি নেতার দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইমদাদুল নামে এক শিক্ষক নিহত হয়েছেন। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

নবীনগরে গুলিবিদ্ধ ৩

তিনি বলেন, ‍“ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভেতর ভুসি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, এর ভেতরেই বোমা নিয়ে আসা হয়েছিল।” পেশাদার কিলারের সম্পৃক্তা থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, “ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ