‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে আজ রবিবার (২৭ জুলাই) শেরপুরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে নেতারা জুলাই আন্দোলনে শহীদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভা ও পথসভায় অংশ নেবেন বলে জানিয়েছেন জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার লিখন মিয়া।
লিখন জানান, আজ দুপুর ২টার দিকে জেলার নকলা উপজেলার পাইস্কা মোড়ে নেতাদের অভ্যর্থনা জানানো হবে। দুপুর ৩টার দিকে নকলা হলপট্টি মোড়ে নকলা উপজেলার নেতা ও জনসাধারণের সৌজন্য সাক্ষাৎ করবেন তারা।
আরো পড়ুন:
আবদুল হামিদ মানুষের গণতন্ত্র হত্যা করেন: নাহিদ
বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হবে: নাহিদ
বিকেল সাড়ে ৩টার দিকে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আহত ও শহীদ পরিবারের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
তিনি আরো জানান, বিকেল সাড়ে ৪টায় শুরু হবে পদযাত্রা। যেটি মাহবুব চত্বর হয়ে খরমপুর মোড়, নিউ মার্কেট প্রদক্ষিণ করে শহীদ স্কয়ারে (থানা মোড়) গিয়ে শেষ হবে। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখবেন নেতারা।
ঢাকা/তারিকুল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন