কোপাইলট প্লাস পিসিতে চালু হওয়া মাইক্রোসফটের ‘রিকল’–সুবিধা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রযুক্তিবিশ্বে। স্বয়ংক্রিয়ভাবে ল্যাপটপের পর্দার স্ক্রিনশট নিতে পারায় রিকল–সুবিধাকে ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য হুমকি বলে মনে করছে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। গত মে মাসে প্রথম রিকল–সুবিধার বিরোধিতা করে বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যাল। এবার তাদের দেখানো পথে হাঁটল জনপ্রিয় ব্রাউজার ‘ব্রেভ’ ও অনলাইনে বিজ্ঞাপন প্রতিরোধকারী সফটওয়্যার ‘অ্যাডগার্ড’।

মাইক্রোসফটের রিকল–সুবিধা মূলত কোপাইলট প্লাস ল্যাপটপে চালু করা হয়েছে। ল্যাপটপের পর্দায় থাকা যেকোনো আধেয় বা কনটেন্ট অনিচ্ছাকৃতভাবে সার্ভারে সংরক্ষণের ঝুঁকি থাকায় শুরু থেকেই রিকল–সুবিধা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টিকে ‘গোপনীয়তার জন্য স্পষ্ট হুমকি’ আখ্যা দিয়ে এক ব্লগপোস্টে অ্যাডগার্ড জানিয়েছে, ব্যাকগ্রাউন্ডে এমনভাবে স্ক্রিনশট নেওয়ার প্রক্রিয়াটি অস্বস্তিকর। এর ফলে যেকোনো সময় পর্দায় থাকা স্পর্শকাতর বা একান্ত ব্যক্তিগত কিছু মুহূর্ত অজান্তে সংরক্ষণ করা হতে পারে, যা ব্যবহারকারীরা কখনোই চান না। ব্রেভ ব্রাউজারের পক্ষ থেকে জানানো হয়েছে, উইন্ডোজ ১১ এবং পরবর্তী সংস্করণগুলোতে চলা যন্ত্রে ব্রাউজার থেকেই রিকল–সুবিধা ডিফল্টভাবে বন্ধ করে রাখা হবে। তবে ব্যবহারকারীরা চাইলে সেটি ম্যানুয়ালি চালু করতে পারবেন।

রিকল–সুবিধা অকার্যকর করতে ব্রেভ ও সিগন্যাল ভিন্ন দুটি কৌশল গ্রহণ করেছে। সিগন্যাল ‘ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট’ বা ডিআরএম ফ্ল্যাগ ব্যবহার করে রিকলসহ যেকোনো স্ক্রিনশট ও অ্যাক্সেসিবিলিটি টুলকে অ্যাপের কনটেন্টে প্রবেশ থেকে বিরত রাখছে। অন্যদিকে ব্রেভ অ্যাক্সেসিবিলিটি ও স্ক্রিনশট চালু রেখেই রিকলকে আলাদাভাবে নিষ্ক্রিয় করেছে।

রিকল–সুবিধা কয়েক সেকেন্ড পরপর স্বয়ংক্রিয়ভাবে পর্দার স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি স্ক্রিনশটের তথ্য এআইয়ের মাধ্যমে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে পারায় এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা। তাঁদের মতে, রিকল–সুবিধাটি ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন করে সাইবার নিরাপত্তাঝুঁকিতে ফেলতে পারে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কল স ব ধ স ক র নশট ব যবহ র

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি নেতার দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইমদাদুল নামে এক শিক্ষক নিহত হয়েছেন। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

নবীনগরে গুলিবিদ্ধ ৩

তিনি বলেন, ‍“ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভেতর ভুসি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, এর ভেতরেই বোমা নিয়ে আসা হয়েছিল।” পেশাদার কিলারের সম্পৃক্তা থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, “ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ