বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) ক্ষেত্রে আধার ও ভোটার কার্ড নথি হিসেবে মানার পরামর্শ আবার দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী আজ সোমবার নির্বাচন কমিশনকে (ইসি) এই পরামর্শ দিয়ে বলেছেন, আপনারা এই নথি জাল হওয়ার কথা বলছেন। পরিচয়পত্র হিসেবে আপনারা যে ১১টি নথির তালিকা দিয়েছেন, সেগুলোও যখন–তখন জাল করা যেতে পারে। কাজেই আধার বা ভোটার কার্ড জাল হওয়ার যুক্তি খাটে না।

এই পরামর্শ দিলেও আবেদনকারীদের আরজি মেনে বিচারপতিরা খসড়া ভোটার তালিকা প্রকাশের ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন। তাঁরা বলেন, ১ আগস্ট যে তালিকা প্রকাশিত হবে, তা স্রেফ খসড়া। অনিয়ম দেখলে তাঁরা যেকোনো সময়ে তালিকাসহ গোটা প্রক্রিয়াই বাতিল ঘোষণা করতে পারেন। অতএব এখনই খসড়া তালিকা প্রকাশের ওপর স্থগিতাদেশ নয়।

এই মামলার আগের শুনানিতে সুপ্রিম কোর্ট আধার, ভোটার ও রেশন কার্ডকে নথি হিসেবে মান্যতা দেওয়ার পরামর্শ ইসিকে দিয়েছিলেন। কিন্তু ইসি হলফনামা দিয়ে জানায়, ওই তিন কার্ড নথি হিসেবে গ্রাহ্য করায় অসুবিধা আছে। কারণ, ওই কার্ড জাল করা সহজ। আজ বিচারপতিরা বলেন, আপনারা প্রথমেই ধরে নিচ্ছেন এসব নথি নকল। তা না করে আসল ধরে তালিকা সংশোধন করুন। যেখানে মনে হবে নকল, তখন অন্য ব্যবস্থা নেবেন। একটি একটি করে সেই বিচার হওয়া উচিত। পৃথিবীতে এমন কোনো নথি নেই, যা জাল করা যায় না।

ইসিকে বিচারপতিরা বলেন, তালিকা থেকে গণহারে নাম বাদ না দিয়ে গণহারে নাম ঢোকান। আধার ও ভোটার কার্ডকে মান্যতা দিন।

ইসির পক্ষে জানানো হয়, ওই দুই কার্ড নথি হিসেবে জমা নেওয়া হচ্ছে। তবে তার সঙ্গে অন্য নথিও বিবেচনা করে দেখা হচ্ছে।

সোমবারের শুনানি সংক্ষিপ্ত ছিল। মঙ্গলবার আবার শুনানি হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব চ রপত

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ