সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তাঁর কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নামে এবং তাঁদের সংশ্লিষ্ট ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা রয়েছে। অর্থ পাচারের অভিযোগে আদালতের আদেশে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একজন অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ৮ জুলাই ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।

সিআইডি বলছে, প্রতারণা, জালিয়াতি, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে বাহাউদ্দিন বাহার ও তাঁর কন্যার সংশ্লিষ্ট ১৭টি ব্যাংকে থাকা ৫৩টি অ্যাকাউন্টের ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

সিআইডির অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তাঁর কন্যা তাহসিন বাহার সূচনা সংঘবদ্ধভাবে প্রতারণা, জাল-জালিয়াতি ও কমিশন গ্রহণের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করেন। পরে তা হুন্ডি চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করেন। তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স আইড

এছাড়াও পড়ুন:

‘বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীরা রিলিজের পরেও বিনামূল্যে চিকিৎসা পাবে’

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীরা হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পরেও বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

বিস্তারিত আসছে… 

 


 

ঢাকা/কেএন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ