মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের ১৪টি বসতঘরে হামলা–ভাঙচুর–লুটপাটের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), মহিলা পরিষদ ও উদীচী শিল্পীগোষ্ঠী। সোমবার পৃথক তিনটি বিবৃতিতে তারা এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।

গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে দুই দফায় হিন্দুদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাসদ। দলটির বিবৃতিতে বলা হয়েছে, ১৭ বছর বয়সের এক কিশোরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পরিকল্পিত এই হামলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার চিত্র ফুটে উঠেছে।

পুলিশ সেই কিশোরকে গ্রেপ্তার করার পরেও উত্তেজনা সৃষ্টি করা উদ্দেশ্যপ্রণোদিত সাম্প্রদায়িক উন্মাদনা বলে মন্তব্য করেছে বাসদ। এ ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা বিধান করা এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে বাসদের বিবৃতিতে।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর দেওয়া বিবৃতিতে গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অজুহাতে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করা হয়েছে। মহিলা পরিষদ বিবৃতিতে বলেছে, দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে লালমনিরহাটে ধর্ম অবমাননার অজুহাতে বাবা-ছেলেকে প্রকাশ্যে মারধর, রাজধানীর খিলক্ষেতে প্রকাশ্যে বুলডোজার দিয়ে মন্দির ভেঙে দেওয়ার ঘটনা উল্লেখ করে মহিলা পরিষদ বিবৃতিতে বলেছে, এসব অপতৎপরতা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধক। এ ছাড়া এ ধরনের ঘটনায় আইনের প্রয়োগ না হওয়ায় জনমনে ঘৃণা, বিদ্বেষ ও বিভক্তি বিস্তারের সুযোগ তৈরি হচ্ছে।

সব সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে মহিলা পরিষদ বলেছে, এসব ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি নিশ্চিত করতে হবে। কারণ, বিচার বা শাস্তি হয় না বলে প্রায়ই এ ধরনের ঘটনা সমাজের মধ্যে ঘটে চলেছে। সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতেও সরকারের কাছে দাবি জানিয়েছে মহিলা পরিষদ।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এক বিবৃতিতে ধর্ম অবমাননার অভিযোগে গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও মারধরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। উদীচীর সহসভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বিবৃতিতে এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ঘটন য় প রক শ

এছাড়াও পড়ুন:

লাকসামে অস্ত্রের মুখে এতিমখানার ৫ গরু লুট, আহত ৮

কুমিল্লার লাকসামে একটি এতিমখানার খামার থেকে গত শুক্রবার পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় তাদের হামলায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আটজন আহত হন। মাদরাসা কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।

গত শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এর সংলগ্ন এতিমখানার খামারে ঘটনাটি ঘটে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু লুট করেছিল ডাকাতরা।

আরো পড়ুন:

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

সোমবার (৩ নভেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হয়।

এলাকাবাসী জানান, মাদরাসার আয় এই খামারের মাধ্যমে হয়। তিন মাসের ব্যবধানে দুই দফা ডাকাতি হওয়ায় শিক্ষক ও ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খামারের বড় গরুগুলো লুট হয়ে যাওয়ায় এক পাশ ফাঁকা পড়ে আছে। বর্তমানে খামারে ১১টি গরু অবশিষ্ট রয়েছে।

খামারের সামনে পড়ে আছে ডাকাত দলের ব্যবহৃত তুষের বস্তা, যা দিয়ে গরুগুলো পিকআপ ভ্যানে তোলে তারা। গরু উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মামলার বাদী এবং মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন জানান, গত শুক্রবার ভোরে একদল ডাকাত দুটি পিকআপ ভ্যান নিয়ে এসে অস্ত্রের মুখে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করে। শিক্ষকদের মারধর করে তাদের মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। তারা খামারে ঢুকে কেয়ারটেকার উৎসব হোসেনকে বেঁধে একে একে পাঁচটি গরু পিকআপ ভ্যানে তুলে নেয়। শিক্ষক ও ছাত্রদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

মাদরাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার জানান, খামারের আয়ের ওপর ভিত্তি করে মাদরাসার কার্যক্রম চলে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু নিয়ে যায় ডাকাতরা।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “লুট হওয়া গরু উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন।”

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ