নিজেদের ডিরেক্ট মেসেজ (ডিএম) অপশনে হোয়াটসঅ্যাপের মতো টাইপিং ইন্ডিকেটর, ইমোজি রিঅ্যাকশন, মেনশন, বার্তা অনুসন্ধানসহ একাধিক সুবিধা যুক্ত করেছে এক্স (সাবেক টুইটার)। নতুন সুবিধাগুলোর পাশাপাশি ডিরেক্ট মেসেজ নিয়ন্ত্রণব্যবস্থাও উন্নত করেছে খুদে ব্লগ লেখার সাইটটি। ফলে কাউকে পুরোপুরি ব্লক না করেও শুধু তার পাঠানো বার্তা ব্লক করা যাবে।

এক্স দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক এই পরিবর্তনগুলো থেকে বোঝা যাচ্ছে, প্ল্যাটফর্মটি এখন বার্তা বিনিময়ের অভিজ্ঞতাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ব্যবহারকারীদের অনেকেই এখন একাধিক অ্যাপের পরিবর্তে একটি প্ল্যাটফর্মেই যোগাযোগ, তথ্য আদান–প্রদান ও বিনোদনের সবকিছু করতে চান। সে চাহিদা পূরণে এক্স এবার তাদের চ্যাট ব্যবস্থায় হোয়াটসঅ্যাপের মতো একাধিক সুবিধা যুক্ত করেছে।

নতুন সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইপিং ইন্ডিকেটর। সুবিধাটির মাধ্যমে অপর প্রান্তের ব্যবহারকারী বার্তা টাইপ করছেন কি না, তা চ্যাটে দেখা যাবে।এতে করে কথোপকথন হবে আরও তাৎক্ষণিক। নতুন যুক্ত হওয়া সুবিধার তালিকায় আরও আছে ইমোজি রিঅ্যাকশন। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা আইমেসেজের মতো এক্সের চ্যাটেও এখন নির্দিষ্ট কোনো বার্তায় ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানানো যাবে।

চ্যাটে '@' চিহ্ন ব্যবহার করে কারও নাম উল্লেখ বা মেনশন করার সুবিধাও যুক্ত হয়েছে এক্সে। নতুন এ সুবিধা গ্রুপ চ্যাটের ক্ষেত্রে বেশ কার্যকর। কারণ, এতে নির্দিষ্ট ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করা সহজ হয়। এ ছাড়া চ্যাটে নতুন বার্তার মাঝে বিভাজক যুক্ত করা হয়েছে, যাতে বার্তাগুলো আরও পরিষ্কারভাবে দেখা যাবে। পাশাপাশি যোগ হয়েছে বার্তা ও চ্যাট অনুসন্ধানের অপশন, যার মাধ্যমে পুরোনো বার্তাও সহজে খুঁজে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে এক্স অ্যাপের হালনাগাদ সংস্করণ নামিয়ে এসব সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: টসঅ য প ব যবহ র এক ধ ক

এছাড়াও পড়ুন:

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা

আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের ছাপ, মুখাবয়ব বা ফোনের স্ক্রিন লকের সাহায্যে তাদের চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারবেন। ফলে আকারে বড় জটিল এনক্রিপশন কোড সংরক্ষণের প্রয়োজন হবে না।

২০২১ সালে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে, যা কোনো বড় মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে ছিল যুগান্তকারী পদক্ষেপ। তবে এ সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীদের হয় একটি পাসওয়ার্ড তৈরি করতে হতো, নয়তো ৬৪ অঙ্কের ‘এনক্রিপশন কী’ সংরক্ষণ করতে হতো। এর ফলে স্মার্টফোন হারালে বা নতুন স্মার্টফোনে পুরোনো তথ্য স্থানান্তর করতে বেশ সমস্যার সম্মুখীন হতেন ব্যবহারকারীরা। নতুন পাসকি ব্যবস্থায় সেই জটিলতা দূর করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, স্মার্টফোনে আগে থেকেই থাকা বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবস্থা যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক ব্যবহার করে এখন ব্যাকআপ এনক্রিপশন সক্রিয় করা যাবে। সেটিংস থেকে নতুন সুবিধাটি চালুর জন্য প্রথমে চ্যাটস অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপে ক্লিক করতে হবে। এরপর এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ অপশনে প্রবেশ করে এনক্রিপশন চালু করতে হবে।

পাসকি এনক্রিপশন সুবিধায় ব্যবহারকারীদের চ্যাট ব্যাকআপের কোনো তথ্য হোয়াটসঅ্যাপ বা ব্যাকআপ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন গুগল ড্রাইভ বা আইক্লাউড দেখতে পারবে না। অর্থাৎ চ্যাট ইতিহাস, ছবি বা ভয়েস নোট সম্পূর্ণরূপে ব্যবহারকারীর নিয়ন্ত্রণেই থাকবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ

  • হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা