নিজেদের ডিরেক্ট মেসেজ (ডিএম) অপশনে হোয়াটসঅ্যাপের মতো টাইপিং ইন্ডিকেটর, ইমোজি রিঅ্যাকশন, মেনশন, বার্তা অনুসন্ধানসহ একাধিক সুবিধা যুক্ত করেছে এক্স (সাবেক টুইটার)। নতুন সুবিধাগুলোর পাশাপাশি ডিরেক্ট মেসেজ নিয়ন্ত্রণব্যবস্থাও উন্নত করেছে খুদে ব্লগ লেখার সাইটটি। ফলে কাউকে পুরোপুরি ব্লক না করেও শুধু তার পাঠানো বার্তা ব্লক করা যাবে।

এক্স দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক এই পরিবর্তনগুলো থেকে বোঝা যাচ্ছে, প্ল্যাটফর্মটি এখন বার্তা বিনিময়ের অভিজ্ঞতাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ব্যবহারকারীদের অনেকেই এখন একাধিক অ্যাপের পরিবর্তে একটি প্ল্যাটফর্মেই যোগাযোগ, তথ্য আদান–প্রদান ও বিনোদনের সবকিছু করতে চান। সে চাহিদা পূরণে এক্স এবার তাদের চ্যাট ব্যবস্থায় হোয়াটসঅ্যাপের মতো একাধিক সুবিধা যুক্ত করেছে।

নতুন সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইপিং ইন্ডিকেটর। সুবিধাটির মাধ্যমে অপর প্রান্তের ব্যবহারকারী বার্তা টাইপ করছেন কি না, তা চ্যাটে দেখা যাবে।এতে করে কথোপকথন হবে আরও তাৎক্ষণিক। নতুন যুক্ত হওয়া সুবিধার তালিকায় আরও আছে ইমোজি রিঅ্যাকশন। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা আইমেসেজের মতো এক্সের চ্যাটেও এখন নির্দিষ্ট কোনো বার্তায় ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানানো যাবে।

চ্যাটে '@' চিহ্ন ব্যবহার করে কারও নাম উল্লেখ বা মেনশন করার সুবিধাও যুক্ত হয়েছে এক্সে। নতুন এ সুবিধা গ্রুপ চ্যাটের ক্ষেত্রে বেশ কার্যকর। কারণ, এতে নির্দিষ্ট ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করা সহজ হয়। এ ছাড়া চ্যাটে নতুন বার্তার মাঝে বিভাজক যুক্ত করা হয়েছে, যাতে বার্তাগুলো আরও পরিষ্কারভাবে দেখা যাবে। পাশাপাশি যোগ হয়েছে বার্তা ও চ্যাট অনুসন্ধানের অপশন, যার মাধ্যমে পুরোনো বার্তাও সহজে খুঁজে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে এক্স অ্যাপের হালনাগাদ সংস্করণ নামিয়ে এসব সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: টসঅ য প ব যবহ র এক ধ ক

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫’ নামের একটি শিক্ষাবৃত্তি। এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা। এই বৃত্তি পেতে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে লগইন করে ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ অপশনে গিয়ে তথ্য আপলোড করতে হবে।

আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে১ ঘণ্টা আগে

শিক্ষাবৃত্তির জন্য স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তাঁদের তালিকা নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে), মাস্টার্স প্রিলিমিনারি ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অনার্সের ফলাফলের ভিত্তিতে) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা৪ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে