বিইউএফটিতে আবদুল্লাহ হিল রাকিব স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Published: 31st, July 2025 GMT
বেসরকারি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের সদ্য প্রয়াত সদস্য আবদুল্লাহ হিল রাকিব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে ১০০টি নির্বাচিত আলোকচিত্র ও একটি তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়। পরিবার-পরিজন, সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা আবেগঘন স্মৃতিচারণার মাধ্যমে তাঁর নিষ্ঠা ও নেতৃত্বের গুণাবলি তুলে ধরেন। তাঁরা বলেন, রাকিব ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি শিক্ষা, তৈরি পোশাক খাত এবং সামাজিক কল্যাণে অসামান্য অবদান রেখে গেছেন।
আয়োজনে মানপত্র ও স্মৃতি-সংবলিত ফটো অ্যালবাম উন্মোচন করা হয়, যা ছিল তাঁর প্রতি শ্রদ্ধার প্রতীক। এ সময় উপস্থিত অতিথিরা মন্তব্য খাতায় আবেগমিশ্রিত স্মৃতি ও শুভেচ্ছাবার্তা লেখেন। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক ঘটনায় ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শেষাংশে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, যেখানে বিইউএফটির শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করে বিইউএফটির জনসংযোগ বিভাগ। বিজ্ঞপ্তি
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট