মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বড় ধাক্কা দিতে পারে। এমনটাই আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা।

তবে ঠিক কতটা ক্ষতি হবে, তা এখনো স্পষ্ট নয়। কারণ, ট্রাম্প ওই শুল্ক ছাড়াও আরও একটি ‘অনির্দিষ্ট পরিমাণ’ জরিমানার ঘোষণা দিয়েছেন।

গতকাল বুধবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের ওপর ১ আগস্ট থেকে শাস্তিমূলক জরিমানা বসানো হবে। তিনি আরও লেখেন, সবাই যখন চায় রাশিয়া ইউক্রেনে হত্যা বন্ধ করুক, তখন ভারত রাশিয়ার কাছ থেকে তেল-অস্ত্র কিনছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ওপর ট্রাম্পের পাল্টা শুল্কের পুরোপুরি প্রভাব বোঝার জন্য জরিমানার বিস্তারিত তথ্য জানা দরকার।

রেটিং সংস্থা আইসিআরএর প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার বলেন, এই নতুন শুল্ক ও জরিমানা আগের ধারণার চেয়ে অনেক বেশি। এটা ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। কতটা খারাপ প্রভাব পড়বে, তা নির্ভর করবে জরিমানার পরিমাণের ওপর।

পাল্টা শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাবের কারণে আইসিআরএ আগেই ভারতের আর্থিক বছরের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ২ শতাংশ করেছে।

আরেক ব্রোকারেজ প্রতিষ্ঠান নমুরা বলেছে, এই শুল্ক ‘প্রবৃদ্ধির জন্য নেতিবাচক’ এবং এর ফলে ভারতের জিডিপিতে শূন্য দশমিক ২ শতাংশ পর্যন্ত প্রভাব পড়তে পারে।

এই খবর প্রকাশের পর ভারতের পুঁজিবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, দিনের শুরুতেই সূচক পড়ে যায়।

তহবিল ব্যবস্থাপক নিলেশ শাহ বলেন, বাজার আশা করেছিল, যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্কের কারণে কোনো না কোনোভাবে একটা বাণিজ্য চুক্তি হবে।

ভারতের মুম্বাইয়ে ভারত পেট্রোলিয়াম করপোরেশনের তেল শোধনাগার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব দ ধ র ওপর

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ