মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বড় ধাক্কা দিতে পারে। এমনটাই আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা।

তবে ঠিক কতটা ক্ষতি হবে, তা এখনো স্পষ্ট নয়। কারণ, ট্রাম্প ওই শুল্ক ছাড়াও আরও একটি ‘অনির্দিষ্ট পরিমাণ’ জরিমানার ঘোষণা দিয়েছেন।

গতকাল বুধবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের ওপর ১ আগস্ট থেকে শাস্তিমূলক জরিমানা বসানো হবে। তিনি আরও লেখেন, সবাই যখন চায় রাশিয়া ইউক্রেনে হত্যা বন্ধ করুক, তখন ভারত রাশিয়ার কাছ থেকে তেল-অস্ত্র কিনছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ওপর ট্রাম্পের পাল্টা শুল্কের পুরোপুরি প্রভাব বোঝার জন্য জরিমানার বিস্তারিত তথ্য জানা দরকার।

রেটিং সংস্থা আইসিআরএর প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার বলেন, এই নতুন শুল্ক ও জরিমানা আগের ধারণার চেয়ে অনেক বেশি। এটা ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। কতটা খারাপ প্রভাব পড়বে, তা নির্ভর করবে জরিমানার পরিমাণের ওপর।

পাল্টা শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাবের কারণে আইসিআরএ আগেই ভারতের আর্থিক বছরের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ২ শতাংশ করেছে।

আরেক ব্রোকারেজ প্রতিষ্ঠান নমুরা বলেছে, এই শুল্ক ‘প্রবৃদ্ধির জন্য নেতিবাচক’ এবং এর ফলে ভারতের জিডিপিতে শূন্য দশমিক ২ শতাংশ পর্যন্ত প্রভাব পড়তে পারে।

এই খবর প্রকাশের পর ভারতের পুঁজিবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, দিনের শুরুতেই সূচক পড়ে যায়।

তহবিল ব্যবস্থাপক নিলেশ শাহ বলেন, বাজার আশা করেছিল, যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্কের কারণে কোনো না কোনোভাবে একটা বাণিজ্য চুক্তি হবে।

ভারতের মুম্বাইয়ে ভারত পেট্রোলিয়াম করপোরেশনের তেল শোধনাগার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব দ ধ র ওপর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ