ট্রাম্পের ২৫ শতাংশ শুল্কে ভারতের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কী বলছেন অর্থনীতিবিদেরা
Published: 31st, July 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বড় ধাক্কা দিতে পারে। এমনটাই আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা।
তবে ঠিক কতটা ক্ষতি হবে, তা এখনো স্পষ্ট নয়। কারণ, ট্রাম্প ওই শুল্ক ছাড়াও আরও একটি ‘অনির্দিষ্ট পরিমাণ’ জরিমানার ঘোষণা দিয়েছেন।
গতকাল বুধবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের ওপর ১ আগস্ট থেকে শাস্তিমূলক জরিমানা বসানো হবে। তিনি আরও লেখেন, সবাই যখন চায় রাশিয়া ইউক্রেনে হত্যা বন্ধ করুক, তখন ভারত রাশিয়ার কাছ থেকে তেল-অস্ত্র কিনছে।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ওপর ট্রাম্পের পাল্টা শুল্কের পুরোপুরি প্রভাব বোঝার জন্য জরিমানার বিস্তারিত তথ্য জানা দরকার।
রেটিং সংস্থা আইসিআরএর প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার বলেন, এই নতুন শুল্ক ও জরিমানা আগের ধারণার চেয়ে অনেক বেশি। এটা ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। কতটা খারাপ প্রভাব পড়বে, তা নির্ভর করবে জরিমানার পরিমাণের ওপর।
পাল্টা শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাবের কারণে আইসিআরএ আগেই ভারতের আর্থিক বছরের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ২ শতাংশ করেছে।
আরেক ব্রোকারেজ প্রতিষ্ঠান নমুরা বলেছে, এই শুল্ক ‘প্রবৃদ্ধির জন্য নেতিবাচক’ এবং এর ফলে ভারতের জিডিপিতে শূন্য দশমিক ২ শতাংশ পর্যন্ত প্রভাব পড়তে পারে।
এই খবর প্রকাশের পর ভারতের পুঁজিবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, দিনের শুরুতেই সূচক পড়ে যায়।
তহবিল ব্যবস্থাপক নিলেশ শাহ বলেন, বাজার আশা করেছিল, যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্কের কারণে কোনো না কোনোভাবে একটা বাণিজ্য চুক্তি হবে।
ভারতের মুম্বাইয়ে ভারত পেট্রোলিয়াম করপোরেশনের তেল শোধনাগার.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিপিএলে দল নিতে চান আইসিসির দুর্নীতি দমন বিভাগের ‘রেড ফ্ল্যাগ’ তালিকায় থাকারাও
আসন্ন দ্বাদশ বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নিতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় তিনটি প্রতিষ্ঠানের আগ্রহ বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাকি আটটি প্রতিষ্ঠানের সব যে ফ্র্যাঞ্চাইজি পাবে, তা–ও নয়। এক-দুটি প্রতিষ্ঠানে থাকা মালিকদের মধ্যে দু-একজন তো আইসিসির দুর্নীতি দমন বিভাগের ‘রেড ফ্ল্যাগ’ধারী বলেও জানা গেছে।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল