পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলে এবং অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ ভেসে এসেছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কুয়াকাটা সৈকতের মিরাবাড়ি পয়েন্টে নজরুল ইসলামের লাশ এবং গঙ্গামতি পয়েন্টে অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে আসে। নজরুল ইসলাম গত ২৫ জুন বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হয়েছিলেন।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানিয়েছেন, নজরুল ইসলাম কুয়াকাটা উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
আরো পড়ুন:
ইবি শিক্ষার্থীর মৃত্যু: লাশ নিয়ে রাজনীতি চায় না পরিবার
উত্তরা আধুনিক মেডিকেলে একটি পোড়া লাশ, পরিচয় মেলেনি
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মীরাবাড়ি পয়েন্ট এলাকা থেকে নজরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ে কালো রঙের একটি রেইনকোট ছিল। নজরুল ইসলামের ছেলে তার বাবা লাশ শনাক্ত করেছে। গঙ্গামতি এলাকায় উদ্ধার করা লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ দুটি মহিপুর থানায় হস্তান্তর করা হবে।
গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ১০ জেলেকে উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ আছেন ট্রলারের মাঝি আবদুর রশিদ, জেলে ইদ্রিস, কালাম ও গিয়াস।
ঢাকা/ইমরান/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নজর ল ইসল ম
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।