বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টা মামলা ফজলে এলাহী ফুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রংপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে ফুলুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান।

গ্রেপ্তার ফজলে এলাহী ফুলুর বাড়ি রংপুর মহানগরীর পীরজাবাদ যুগীপাড়া এলাকায়। তিনি মৃত মোফাজ্জল হোসেনের ছেলে এবং মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সহ-সভাপতি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আরো পড়ুন:

চিকিৎসককে মারধর, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০ 

চাঁদার দাবিতে পিটিয়ে হত্যা, দুই ভাইয়ের যাবজ্জীবন

ওসি আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টার অভিযোগে ফজলে এলাহী ফুলুর বিরুদ্ধে মামলা করেন শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিপিএলে দল নিতে চান আইসিসির দুর্নীতি দমন বিভাগের ‘রেড ফ্ল্যাগ’ তালিকায় থাকারাও

আসন্ন দ্বাদশ বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নিতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় তিনটি প্রতিষ্ঠানের আগ্রহ বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাকি আটটি প্রতিষ্ঠানের সব যে ফ্র্যাঞ্চাইজি পাবে, তা–ও নয়। এক-দুটি প্রতিষ্ঠানে থাকা মালিকদের মধ্যে দু-একজন তো আইসিসির দুর্নীতি দমন বিভাগের ‘রেড ফ্ল্যাগ’ধারী বলেও জানা গেছে।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

সম্পর্কিত নিবন্ধ