বন্দরে নব্য যুবদল নেতা মিনহাজ মিঠু  অনৈতিক কর্মকান্ডে চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারন জনগন। মহানগর যুবদলে কতিপয় নেতার ছত্র ছায়ায় বন্দরে বিভিন্ন স্থানে একের পর এক অঘটন ঘটিয়ে  বিতর্কিত হয়ে পরেছে মিনহাজ মিঠু। তাকে থামানো জরুরি বলে মন্তব্য করেছে বন্দরে সচেতন মহল।

এর ধারাবাহিকতা বন্দরে বিদেশ  পাঠানোকে কেন্দ্র করে হোসিয়ারী ব্যবসায়ী কাছ থেকে চাঁদা আদায়সহ আরো চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোসিয়ারী ব্যবসায়ী মাসুম বাদী হয়ে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে প্রতারক আদম ব্যবসায়ী ইয়াসিন ও নব্য যুবদল নেতা মিনহাজ মিঠুকে আসামী করে বন্দর থানায় আবারো একটি লিখিত  অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বাদী মাসুম উল্লেখ করেন,আমি একজন হোসিয়ারী ব্যবসায়ী।  গত ১ বছর পূর্বে আমাকে বৈধ ভিসায় বিদেশে পাঠানোর নাম আদম ব্যবসায়ী ইয়াসিন আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার পর আমাকে বিদেশ পাঠাতে  ব্যর্থ হয়। পরে আমি বিবাদী ইয়াসিনের কাছে আমার পাওনা ৬ লক্ষ টাকা দাবী করি।

তখন বিবাদী ইয়াসিন আমাকে নগদ ১ লক্ষ টাকা এবং তার ঘরের বিভিন্ন জিনিসপত্র যাহার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ টাকা প্রদান করে আত্মগোপনে চলে যায়। ২নং বিবাদী মিনহাজ মিঠু ১নং বিবাদী ইয়াসিনের প্রদানকৃত উক্ত টাকার কথা জানতে পেরে গত ১ মাস পূর্বে আমাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে আমার কাছে অবৈধ বলপূর্বক করে ৫০ হাজার টাকা দাবী করে।

২নং বিবাদী আইন অমান্যকারী খারাপ প্রকৃতির লোক হবার কারণে আমি আমার জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে বিবাদীর দাবীকৃত ৫০ হাজার টাকা হতে নগদ ৩৫ হাজার টাকা প্রদান করি এবং বাকী ১৫ হাজার টাকা দিতে অপারগতা প্রকাশ করি।

এরই ধারাবাহিকতায় গত ইং ২৮ জুলাই তারিখ রাত অনুমান ৯.

৩০ ঘটিকার সময় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বন্দর থানাধীন বন্দর রেললাইন পাকা রাস্তার উপর পৌছালে ২নং বিবাদী মিনহাজ সহ তার সহযোগী অজ্ঞাতনামা ৭/৮ জন বেআইনি জনতাবদ্ধে অবৈধ বলপূর্বক করে আমার পথ আটকে আমার কাছে বাকী ১৫ হাজার টাকা দাবী করে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে।

২নং বিবাদীসহ তার সহযোগী অজ্ঞাতনামা ৭/৮ জন বিবাদীরা আমাকে আগামী ১৫ দিনের মধ্যে উক্ত ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা বন্দর বাজার সংলগ্ন ২নং বিবাদীদের রাজনৈতিক অফিসে দিয়ে আসতে বলে। অজ্ঞাতনামা বিবাদীরা

আমাকে এই বলে হুমকি প্রদান করে যে, এ বিষয়ে যদি আমি কাউকে কিছু জানাই তাহলে পরবর্তীতে আমার বড় সমস্যা হবে। বিবাদীদের এহেন হুমকিতে আমি আমার জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ লক ষ ট ক ব যবস য় য বদল

এছাড়াও পড়ুন:

যে সাত ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও থাকবেন তরুণ

গত মার্চ মাসে ‘নেচার মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, উদ্ভিজ্জ খাবার খেলে বয়সজনিত জটিলতার হার কমে। গবেষণাটির জন্য বেছে নেওয়া হয়েছিল ৭০ বছর বা তার বেশি বয়সী সুস্থ ব্যক্তিদের। অর্থাৎ যাঁদের দীর্ঘমেয়াদি কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই। ৩৯–৬৯ বছর বয়সী ১ লাখ ৫ হাজার ব্যক্তিকে ৩০ বছর ধরে পর্যবেক্ষণ করেছিলেন গবেষকেরা। মধ্যবয়সে খাদ্যাভ্যাস কীভাবে তাঁদের পরবর্তী বছরগুলোর সুস্থতাকে প্রভাবিত করেছে, সেটিই দেখা হয়েছে সেই গবেষণায়।

সুস্থ থাকার সম্ভাবনা কতটা

গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের খাদ্যাভ্যাসের ভিত্তিতে নির্দিষ্ট স্কোর দেওয়া হয়েছে। এই স্কোর হার্ভার্ডের উদ্ভাবিত অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সের সঙ্গে সম্পর্কিত। ‘হার্ভার্ড হেলথ পাবলিশিং’ অনুসারে, যাঁদের এই স্কোর সবচেয়ে বেশি ছিল, ৭০ বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাঁদের সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ৮৬ শতাংশ; ৭৫ বছর বয়সে সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ২ দশমিক ২ গুণ। বুঝতেই পারছেন, এই অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সই দীর্ঘমেয়াদি সুস্থতায় ইতিবাচক ভূমিকা রেখেছে।
কী আছে হার্ভার্ডের এই খাদ্যভ্যাসে, যা দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে সহায়ক? চলুন, জেনে নেওয়া যাক।

বাদামের পুষ্টিগুণ অনেক

সম্পর্কিত নিবন্ধ