Prothomalo:
2025-09-18@01:35:37 GMT

বিশ্বের সবচেয়ে বয়সী আলপাকা

Published: 2nd, August 2025 GMT

আলপাকা একটি স্তন্যপায়ী প্রাণী। এটি সাধারণত ১৫ থেকে ২০ বছর বাঁচে। কিন্তু নিউজিল্যান্ডের উত্তর উপকূলের একটি খামারে সম্প্রতি ২৭ বছরে পা রেখেছে ‘হাওথর্নডেন ওয়াইনুই’ নামের একটি আলপাকা। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক আলপাকা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে এই আলপাকা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার হাওথর্নডেন নামের একটি আলপাকা খামারে ১৯৯৮ সালের ২ জানুয়ারিতে হাওথর্নডেন ওয়াইনুইয়ের জন্ম। পরে ২০০২ সালে মাসহ তাকে নিউজিল্যান্ডের ওয়াইনুই বেতে নিয়ে আসা হয়। হাওথর্নডেন ও ওয়াইনুই মিলিয়ে তার নাম রাখা হয়েছে।

ওয়াইনুইয়ের মালিক ভিকি ও অ্যালেক্স কর্ডিয়ার দম্পতি বলেন, এই আলপাকা তাঁদের অত্যন্ত প্রিয়। এটি এত দিন বাঁচার অন্যতম কারণ, নিরুদ্বেগ ও আহ্লাদি জীবন।

এই দম্পতি জানান, ওয়াইনুই তার মতো করেই দিন কাটায়। সকালে পেট ভরে নাশতা করে, এরপর মাঠে একটু ঘোরাঘুরি করে। তারপর খামারে ফিরে দুপুরের খাবার খায়।

ভিকি বলেন, ‘রাতের খাবার দিতে দেরি হলে ওয়াইনুই ঠিক খাবারের সামনে এসে দাঁড়িয়ে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে কিছুটা খিটখিটে হয়ে উঠেছে। কিন্তু একসময় সে পুরো দলের পাহারাদার ছিল। তখন উঁচু জায়গায় বসে সবকিছু নজরে রাখত।’

বর্তমানে চোখে কম দেখে বলে শুধু পরিচিত পথে চলাফেরা করে ওয়াইনুই। এখন দিনের বেলায় সে ছোট একটি ঘেরা মাঠে থাকে। এই মাঠে তার সঙ্গে একটি ছাগল ও ভেড়া ঘাস খায়। ছাগলটির নাম বার্নি ও ভেড়ার নাম স্কুইক।

ওয়াইনুই শীতকালে নিজস্ব কোট পরে কেতাদুরস্তভাবে ঘুরে বেড়ায়। এমনকি তার নিজস্ব একটি ‘ফ্যান ক্লাব’ও আছে। একটু বৃষ্টি হলেই ওয়াইনুই আশ্রয়ে ঢুকে পড়ে। তখন আর বাইরে যায় না।

গত ৬ জুলাই ২৭ বছর ১৮৫ দিন পূর্ণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বয়স্ক গৃহপালিত আলপাকা’ হিসেবে নাম লিখিয়েছে ওয়াইনুই।

আলপাকা দক্ষিণ আমেরিকান একটি স্তন্যপায়ী প্রাণী, যা প্রধানত পেরু, বলিভিয়া ও চিলির পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এটি দেখতে উটের মতো, কিন্তু আকারে ছোট। গায়ে ঘন ও নরম পশম থাকে। এই পশম থেকে দামি ও উষ্ণ পোশাক তৈরি হয়। আলপাকা সাধারণত শান্ত স্বভাবের।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ