দ্বন্দ্ব–অস্থিরতার বরিশাল দলে এবার কোচ আশরাফুল
Published: 2nd, August 2025 GMT
জাতীয় ক্রিকেট লিগে সর্বশেষ তিন মৌসুম ধরেই পয়েন্ট টেবিলের তলানিতে ছিল বরিশাল বিভাগ। নতুন মৌসুম শুরুর আগে সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্ব–স্বজনপ্রীতিসহ নানা অভিযোগে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দলটি। এবার সেই দলটির প্রধান কোচ হচ্ছেন মোহাম্মদ আশরাফুল।
বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক অধিনায়ক এবারই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো দলের কোচের দায়িত্ব নিচ্ছেন। সর্বশেষ বিপিএলে তিনি রংপুর রাইডার্সের সহকারী কোচ ছিলেন। আশরাফুল নিজে থেকেই এবার জাতীয় লিগে বরিশালের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। আজ মিরপুরে সাংবাদিকদের তিনি বরিশালের কোচ হিসেবে আশরাফুলের নাম ঘোষণা করেন।
আরও পড়ুনসিনিয়রদের দ্বন্দ্বে বরিশালে অস্বস্তি৮ ঘণ্টা আগেসর্বশেষ চার দিনের জাতীয় লিগে বরিশাল বিভাগের প্রধান কোচ ছিলেন আশিকুর রহমান। তবে মাঝপথে মায়ের অসুস্থতার কথা বলে তিনি দায়িত্ব ছেড়ে দেন। এ বিষয়ে বোর্ডের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, আশিকুর দায়িত্ব ছেড়েছেন বরিশালের ক্রিকেটারদের আচরণে বিরক্ত হয়ে। তাঁর চলে আসার পর বরিশালের প্রধান কোচের দায়িত্ব নেন ওয়াহিদুল গণি।
আজ জাতীয় লিগ নিয়ে বরিশাল দলের অস্থিরতা নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশ হয়। বিকেলে বিসিবির টুর্নামেন্ট কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। বরিশাল দলের ভেতরের সমস্যাগুলো সমাধান করতে উদ্যোগও নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
রংপুর রাইডার্সে মিকি আর্থারের সহকারী ছিলেন আশরাফুল.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন