জাতীয় ক্রিকেট লিগে সর্বশেষ তিন মৌসুম ধরেই পয়েন্ট টেবিলের তলানিতে ছিল বরিশাল বিভাগ। নতুন মৌসুম শুরুর আগে সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্ব–স্বজনপ্রীতিসহ নানা অভিযোগে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দলটি। এবার সেই দলটির প্রধান কোচ হচ্ছেন মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক অধিনায়ক এবারই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো দলের কোচের দায়িত্ব নিচ্ছেন। সর্বশেষ বিপিএলে তিনি রংপুর রাইডার্সের সহকারী কোচ ছিলেন। আশরাফুল নিজে থেকেই এবার জাতীয় লিগে বরিশালের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। আজ মিরপুরে সাংবাদিকদের তিনি বরিশালের কোচ হিসেবে আশরাফুলের নাম ঘোষণা করেন।

আরও পড়ুনসিনিয়রদের দ্বন্দ্বে বরিশালে অস্বস্তি৮ ঘণ্টা আগে

সর্বশেষ চার দিনের জাতীয় লিগে বরিশাল বিভাগের প্রধান কোচ ছিলেন আশিকুর রহমান। তবে মাঝপথে মায়ের অসুস্থতার কথা বলে তিনি দায়িত্ব ছেড়ে দেন। এ বিষয়ে বোর্ডের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, আশিকুর দায়িত্ব ছেড়েছেন বরিশালের ক্রিকেটারদের আচরণে বিরক্ত হয়ে। তাঁর চলে আসার পর বরিশালের প্রধান কোচের দায়িত্ব নেন ওয়াহিদুল গণি।

আজ জাতীয় লিগ নিয়ে বরিশাল দলের অস্থিরতা নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশ হয়। বিকেলে বিসিবির টুর্নামেন্ট কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। বরিশাল দলের ভেতরের সমস্যাগুলো সমাধান করতে উদ্যোগও নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

রংপুর রাইডার্সে মিকি আর্থারের সহকারী ছিলেন আশরাফুল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বর শ ল র আশর ফ ল

এছাড়াও পড়ুন:

৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল কর‌বে জামায়াত

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল কর‌বে বাংলা‌দেশ জামায়াতে ইসলামী।

শ‌নিবার (২ আগস্ট) দল‌টির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “২০২৪ জুলাই-এর ছাত্রজনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি।

আরো পড়ুন:

অসুস্থ জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ

সেই আছিয়ার পরিবারকে গরু ও গোয়াল দিল জামায়াত

গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিসহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি।

এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেশের সব নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গণমিছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ