কালীগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড
Published: 3rd, August 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জে মাদক মামলায় স্বপন মিয়া নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ আগস্ট) দুপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
দণ্ডপ্রাপ্ত স্বপন কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
আরো পড়ুন:
স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, স্ত্রীসহ কারাগারে ৬
লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র কারাগারে
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, ‘‘মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/রফিক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্মার্টফোনে অ্যাপের আইকন বদলাবেন যেভাবে
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেই নিজেদের পছন্দমতো স্মার্টফোনের হোম স্ক্রিন সাজাতে চান। কেউ রঙের সঙ্গে মিলিয়ে থিম পরিবর্তন করেন, কেউবা অ্যাপ আইকনের ডিজাইন বদলে নেন। স্মার্টফোনে অ্যাপ আইকন পরিবর্তনে জন্য প্রথমেই প্রয়োজন হবে ‘লাঞ্চার’ অ্যাপের। স্যামসাংসহ বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে আইকন পরিবর্তনের অ্যাপ যুক্ত থাকে। ফলে সহজেই ফোনে থাকা অ্যাপের আইকন পরিবর্তন করা যায়। দেখে নেওয়া যাক কীভাবে অ্যান্ড্রয়েড ফোনে আইকন পরিবর্তন করা যায়।
স্মার্টফোনে অ্যাপের আইকন পরিবর্তনের জন্য প্রথমে সেটিংস মেনু থেকে নিচে স্ক্রল করে থিম নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা আইকন অপশন ট্যাপ করে পছন্দের আইকনের নকশা নির্বাচন করতে হবে। এরপর আইকনটি ডাউনলোড করে অ্যাপ্লাই করলেই নতুন অ্যাপ আইকনটি দেখা যাবে।
আরও পড়ুনস্মার্টফোনে ভালোমানের ছবি তুলবেন যেভাবে৩০ মার্চ ২০২৫ফোনে আইকন পরিবর্তনের অ্যাপ না থাকলে গুগল প্লে স্টোরে প্রবেশ করে ‘অ্যাপ আইকন চেঞ্জার’ লিখে সার্চ করতে হবে। এবার ফোনের আইকন পরিবর্তনের বিভিন্ন অ্যাপ দেখা যাবে। যেকোনো অ্যাপ ডাউনলোড করে সহজেই আইকন পরিবর্তন করা যাবে। আপনি চাইলে পিউর আইকন চেঞ্জার অ্যাপটিও ব্যবহার করতে পারেন। অ্যাপটি চালু করে যে অ্যাপের আইকন পরিবর্তন করতে হবে, তা নির্বাচন করতে হবে। এবার পছন্দের আইকনে ট্যাপ করলেই আগের আইকনের পরিবর্তন হয়ে যাবে।
আরও পড়ুনস্মার্টফোন ধীরগতির? অনুসরণ করুন এই পাঁচ উপায়১৯ জুলাই ২০২৫