ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানে থেকে বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠানে পারফর্ম করছেন। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন এই চিত্রনায়ক। ২৯ আগস্ট, কানাডার মন্ট্রিয়ালে ফোবানা সম্মেলনটি শুরু হবে। তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ৩১ আগস্ট জায়েদ খান পারফর্ম করবেন।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, “ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন। এটা খুবই প্রেস্টিজিয়াস একটি অনুষ্ঠান। আমি সম্মানিতবোধ করছি যে, এখানে পারফর্ম করতে পারব। আরো অনেক নামকরা শিল্পীরা এখানে পারফর্ম করবেন। আশা করি, অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে।”
বলা দরকার, উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
আরো পড়ুন:
জায়েদ খানের অতিথি মোনালিসা
সময় দিতে না পারলে পদ আটকে রেখে লাভ কী, প্রশ্ন অমিত হাসানের
এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’ এর টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ সঞ্চালনা করছেন জায়েদ খান।
বর্তমানে দেশে মুক্তির অপেক্ষায় আছে জায়েদ খান অভিনীত ‘বাহাদুরী’ সিনেমা। শফিক হাসান পরিচালিত সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা মৌ খান। ২০২২ সালে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হলেও মুক্তি থমকে আছে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র প রফর ম অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫