রাইজিংবিডিতে সংবাদের পর দুই ফুটবলারকে সংবর্ধনা দিলেন পঞ্চগড়ের ডিস
Published: 25th, August 2025 GMT
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ফেরদৌসি আক্তার সোনালী ও স্ট্রাইকার তৃষ্ণা রানী রায়কে সংবর্ধনা দিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলী।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক সোনালী ও তৃষ্ণাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট ও উপহার সামগ্রী দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, বোদা ফুটবল একাডেমির পরিচালক মোফাজ্জল হোসেন বিপুলসহ সোনালী ও তৃষ্ণার মা-বাবারা উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ের বোদা উপজেলার তৃষ্ণা রানী রায় সম্প্রতি লাওসে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে পূর্ব তিমুরের বিপক্ষে দুর্দান্ত হ্যাট্রিক করেন।
সংবর্ধনার পর ফেরদৌসি আক্তার সোনালী সাংবাদিকদের বলেছেন, “আজকের এই সম্মান আমাকে আরো অনুপ্রাণিত করবে। আমি চাই দেশের হয়ে বড় কিছু করতে।”
জেলা প্রশাসক সাবেত আলী বলেছেন, “পঞ্চগড়ের মেয়েরা ফুটবলে এগিয়ে চলছে, জাতীয় দলে খেলে দেশকে গৌরবান্বিত করছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
এর আগে গত ১৬ আগস্ট দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে ফেরদৌসি আক্তার সোনালী আক্তারের সংগ্রামী জীবন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়। ‘আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে বিদেশে খেলতে যায়’ শিরোনামের এ প্রতিবেদন নজরে এলে জেলা প্রশাসক এই দুই ফুটবলারকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেন।
ঢাকা/নাঈম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট