বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক ফেরদৌসি আক্তার সোনালী ও স্ট্রাইকার তৃষ্ণা রানী রায়কে সংবর্ধনা দিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) সাবেত আলী।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক সোনালী ও তৃষ্ণাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট ও উপহার সামগ্রী দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, বোদা ফুটবল একাডেমির পরিচালক মোফাজ্জল হোসেন বিপুলসহ সোনালী ও তৃষ্ণার মা-বাবারা উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ের বোদা উপজেলার তৃষ্ণা রানী রায় সম্প্রতি লাওসে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে পূর্ব তিমুরের বিপক্ষে দুর্দান্ত হ্যাট্রিক করেন।

সংবর্ধনার পর ফেরদৌসি আক্তার সোনালী সাংবাদিকদের বলেছেন, “আজকের এই সম্মান আমাকে আরো অনুপ্রাণিত করবে। আমি চাই দেশের হয়ে বড় কিছু করতে।”

জেলা প্রশাসক সাবেত আলী বলেছেন, “পঞ্চগড়ের মেয়েরা ফুটবলে এগিয়ে চলছে, জাতীয় দলে খেলে দেশকে গৌরবান্বিত করছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

এর আগে গত ১৬ আগস্ট দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে ফেরদৌসি আক্তার সোনালী আক্তারের সংগ্রামী জীবন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়। ‘আমি ভ্যান চালাই, আমার মেয়ে বিমানে চড়ে বিদেশে খেলতে যায়’ শিরোনামের এ প্রতিবেদন নজরে এলে জেলা প্রশাসক এই দুই ফুটবলারকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেন।

ঢাকা/নাঈম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

এদের কোনো দিন শিক্ষা হবে না

আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ