২০২১ সালের এক সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের মাঠে বন্ধু আমির হোসেন সওদাগরের জানাজা চলছিল। সবার পেছনে কাঠের গুঁড়ির স্তুপের উপর বসে অঝোরে কাঁদছিলেন সুধীর বাবু। 
তার চোখে ছিল বাল্যবন্ধুকে হারানোর শোক, মুখে ছিল অব্যক্ত কষ্টের ছাপ। মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পর ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই দৃশ্য হৃদয় কাঁদিয়েছিল দেশবাসীকেও।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চির বিদায় নিলেন তিনিও। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেলেন দুই ছেলে, পাঁচ মেয়ে আর অসংখ্য আত্মীয়-স্বজন। নিয়ে গেলেন গ্রামের মানুষের বুকভরা ভালোবাসা।

সুধীর বাবুর ছেলে অর্জুন চন্দ্র দাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‌‘আমার বাবা বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার দুপুরে আমাদের ছেড়ে চলে গেছেন। রাতেই গ্রামের শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।”

তিনি আরো বলেন, ‘‘আমার বাবা এবং মীর হোসেন চাচা ছিলেন বাল্য বন্ধু। মীর চাচার মৃত্যুতে বাবা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন।”

সুধীর-আমিরের বন্ধুত্বের গল্পের শুরু বহু বছর আগে। তারা দুজনেই একই গ্রামের ছেলে। একই মাঠে খেলাধুলা, একই আড্ডায় হাসি-ঠাট্টা, একই বাজারে ব্যবসা। ধর্মের ভিন্নতা কোনোদিন তাদের দূরে সরাতে পারেনি। দিন শেষে দোকান গুটিয়ে দুজনে বসে গল্প করতেন ঘণ্টার পর ঘণ্টা। জীবনের ব্যস্ততা, সময়ের পরিবর্তন, বয়সের ভার কোনো কিছুই তাদের বন্ধনকে ভাঙতে পারেনি।

তবে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর রাতটা ছিল ভিন্ন। সে রাতে চলে গেলেন আমির হোসেন। ছিঁড়ে গেল বন্ধনের সুতো। পরদিন সকালে জানাজায় উপস্থিত হয়ে সবার পেছনে গাছের গুঁড়িতে বসে খুব নীরবে ঢুকরে ঢুকরে কাঁদছিলেন সুধীর বাবু। সেই কান্না ছিল না শুধু বন্ধুকে হারানোর- ছিল এক জীবনের সঙ্গীকে হারানোর যন্ত্রণা, ছিল শূন্য হয়ে যাওয়া হৃদয়ের আহাজারি।

ঢাকা/রুবেল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সোনালী পেপারের শেয়ার কারসাজি: ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতের তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজি করার দায়ে আরেক তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যানসহ ৯ পরিচালক ও একটি প্রতিষ্ঠানকে মোট ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি সংঘটিত হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

পুঁজিবাজার উন্নয়নে ডিএসই ও ডিসিসিআইয়ের যৌথ সভা

বিআইএফএফএলের সঙ্গে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ঋণ চুক্তি

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় জেনেক্স ইনফোসিস লিমিটেডের পরিচালনা পর্ষদের ৯ জন; টি আই এম নুরুল কবির কবির (চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক), প্রিন্স মজুমদার (ভাইস চেয়ারম্যান), শাহ জালাল উদ্দিন (ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও), চৌধুরী ফজলে ইমাম (পরিচালক), হাসান শহীদ সরোয়ার (ওরাকল সার্ভিসেস লিমিটেডের মনোনীত), মোহাম্মদ আদনান ইমাম (পরিচালক), নিলোফার ইমাম (পরিচালক), রোকেয়া ইসলাম (স্বতন্ত্র পরিচালক), জহরুল সৈয়দ বখত (স্বতন্ত্র পরিচালক); এর প্রত্যেককে ১.০৩ কোটি টাকা করে এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ দশমিক ৫৫ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • কালচে হয়ে যাচ্ছে মোগল আমলের লালকেল্লা
  • সোনালী পেপারের শেয়ার কারসাজি: ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা
  • কোটি টাকার চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন মেয়র শাহাদাত