২০২১ সালের এক সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের মাঠে বন্ধু আমির হোসেন সওদাগরের জানাজা চলছিল। সবার পেছনে কাঠের গুঁড়ির স্তুপের উপর বসে অঝোরে কাঁদছিলেন সুধীর বাবু। 
তার চোখে ছিল বাল্যবন্ধুকে হারানোর শোক, মুখে ছিল অব্যক্ত কষ্টের ছাপ। মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পর ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই দৃশ্য হৃদয় কাঁদিয়েছিল দেশবাসীকেও।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চির বিদায় নিলেন তিনিও। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেলেন দুই ছেলে, পাঁচ মেয়ে আর অসংখ্য আত্মীয়-স্বজন। নিয়ে গেলেন গ্রামের মানুষের বুকভরা ভালোবাসা।

সুধীর বাবুর ছেলে অর্জুন চন্দ্র দাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‌‘আমার বাবা বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার দুপুরে আমাদের ছেড়ে চলে গেছেন। রাতেই গ্রামের শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।”

তিনি আরো বলেন, ‘‘আমার বাবা এবং মীর হোসেন চাচা ছিলেন বাল্য বন্ধু। মীর চাচার মৃত্যুতে বাবা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন।”

সুধীর-আমিরের বন্ধুত্বের গল্পের শুরু বহু বছর আগে। তারা দুজনেই একই গ্রামের ছেলে। একই মাঠে খেলাধুলা, একই আড্ডায় হাসি-ঠাট্টা, একই বাজারে ব্যবসা। ধর্মের ভিন্নতা কোনোদিন তাদের দূরে সরাতে পারেনি। দিন শেষে দোকান গুটিয়ে দুজনে বসে গল্প করতেন ঘণ্টার পর ঘণ্টা। জীবনের ব্যস্ততা, সময়ের পরিবর্তন, বয়সের ভার কোনো কিছুই তাদের বন্ধনকে ভাঙতে পারেনি।

তবে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর রাতটা ছিল ভিন্ন। সে রাতে চলে গেলেন আমির হোসেন। ছিঁড়ে গেল বন্ধনের সুতো। পরদিন সকালে জানাজায় উপস্থিত হয়ে সবার পেছনে গাছের গুঁড়িতে বসে খুব নীরবে ঢুকরে ঢুকরে কাঁদছিলেন সুধীর বাবু। সেই কান্না ছিল না শুধু বন্ধুকে হারানোর- ছিল এক জীবনের সঙ্গীকে হারানোর যন্ত্রণা, ছিল শূন্য হয়ে যাওয়া হৃদয়ের আহাজারি।

ঢাকা/রুবেল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিজিটাল নিরাপত্তা আইনের সেই মামলা থেকে অব্যাহতি পেলেন মিনহাজ মান্নান

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক মিনহাজ মান্নান ইমনের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

এ রায়ের ফলে ওই মামলা থেকে মিনহাজ মান্নান অব্যাহতি পেলেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মঈন ফিরোজী।

আইনজীবীর তথ্য অনুসারে, ওই মামলায় ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া ও মিনহাজ মান্নান ইমনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। পলাতক অপর চার আসামি হলেন সুইডেনপ্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, হাঙ্গেরিপ্রবাসী সামিউল ইসলাম খান ওরফে স্যাম ওরফে জুলকার নাইন, আশিক ইমরান ও ওয়াহিদুন নবী।

দিদারুল ইসলাম ও মিনহাজ মান্নান নারাজি আবেদন দিলে তা নামঞ্জুর হয়। এই আদেশের বিরুদ্ধে মিনহাজ মান্নান একই বছর হাইকোর্টে আপিল করেন। ২০২২ সালের ২৪ আগস্ট হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে মিনহাজ মান্নানের ক্ষেত্রে মামলাটির কার্যক্রম স্থগিত করেন। শুনানি শেষে আপিল মঞ্জুর করে আজ রায় দেওয়া হয়।

আদালতে মিনহাজ মান্নানের পক্ষে শুনানি করেন আইনজীবী মঈন ফিরোজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগ তুলে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় ১১ জনের বিরুদ্ধে ২০২০ সালের ৫ মে মামলাটি করা হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এতে কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক আহমেদ ও রাষ্ট্রচিন্তার দিদারুল ইসলামকে আসামি করা হয় এবং আটজনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।

আরও পড়ুন১০ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর০৪ মার্চ ২০২১

এ মামলায় কারাবন্দী মুশতাক আহমেদ ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি মারা যান। এ কারণে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

মামলার নথি থেকে জানা গেছে, অভিযোগ গঠনের সময় ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে হাজির ছিলেন দিদারুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান। তাঁরা নিজেদের নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান। সেদিন কার্টুনিস্ট কিশোর আদালতে হাজির না থাকায় তাঁর জামিন বাতিল করা হয়।

আরও পড়ুনআজিমপুর কবরস্থানে সমাহিত লেখক মুশতাক২৬ ফেব্রুয়ারি ২০২১

সম্পর্কিত নিবন্ধ

  • চিম্বুকে ভালুকের আক্রমণে একজন আহত, ৫ বছরে ১০ জন হামলার শিকার
  • উয়েফার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবে রিয়াল মাদ্রিদ
  • ডিজিটাল নিরাপত্তা আইনের সেই মামলা থেকে অব্যাহতি পেলেন মিনহাজ মান্নান