বাংলাদেশের সংগীতভুবনে যে কণ্ঠস্বর প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে, তিনি সাবিনা ইয়াসমিন। আধুনিক গান আর বিশেষ করে চলচ্চিত্রের গানে তার অনবদ্য পরিবেশনা যেন বাঙালির আবেগের সুর হয়ে বাজছে অর্ধশতকেরও বেশি সময় ধরে। সেই অসাধারণ শিল্পীর জীবন, সংগীতযাত্রা আর অজানা কাহিনি এবার ধরা পড়ল এক পূর্ণাঙ্গ তথ্যচিত্রে। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মাণ করেছেন প্রায় তিন ঘণ্টাব্যাপী প্রামাণ্যচিত্র—‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’। 

তথ্যচিত্র সম্পর্কে বিস্তারিত জানাতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে চ্যানেল আই কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তথ্যচিত্র সম্পর্কে তুলে ধরেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ। এ সময় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন:

বাগদান সারলেন গায়িকা টেইলর সুইফট

সড়ক যেন চষা ক্ষেত

তিনি বলেন, “তথ্যচিত্রের কিছু অংশ আজ এ অনুষ্ঠানের মাধ্যমে দেখার সুযোগ হয়েছে। অসম্ভব ভালো লেগেছে এটি। সিরাজ [শাইখ সিরাজ] ভাই যে এত সুন্দর করে এটি তৈরি করবেন, তা কল্পনাও করিনি। তথ্যচিত্রটিতে বিরক্ত হওয়ার কিছু নেই। আশা করছি, শ্রোতা-দর্শক নতুন এক সাবিনা ইয়াসমিনকে খুঁজে পাবেন।”   

তথ্যচিত্রটি নির্মাণের পাশাপাশি এটি পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন শাইখ সিরাজ। আগামী ৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন। বিশেষ দিনকে সামনে রেখে চ্যানেল আইয়ে এটি প্রচার হবে ৫ সেপ্টেম্বর বেলা ২টা ৪০ মিনিটে। 

এতে উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের জীবনের বহু অজানা তথ্য, শৈশব থেকে কৈশোর এবং কৈশোর থেকে তারুণ্যে যাত্রা, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জীবন ও রাজনৈতিক বাস্তবতা। উঠে এসেছে গান ও পরিণত জীবনের গল্প। দিলশাদ থেকে কীভাবে হয়ে উঠলেন বাংলা গানের কোকিল সাবিনা ইয়াসমিন।   

তথ্যচিত্রে সাবিনা ইয়াসমিনের গানে ঠোঁট মেলানো চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী, নির্মাতা, সুরকার কণ্ঠশিল্পীসহ গানের পেছনের স্মৃতি, শুটিংয়ের নানান অভিজ্ঞতা ও শিল্পীসত্তার গল্প তুলে ধরেছেন শাইখ সিরাজ। 

এ প্রজন্মের কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল, সানিয়া সুলতানা লিজা, ইমরান মাহমুদুল, জানিতা সুলতানা ঝিলিক, রাকিবা, ঐশী ও আতিয়া আনিসা পরিবেশন করেছেন সাবিনা ইয়াসমিনের সাড়ে ১৫ হাজার গানের ভাণ্ডার থেকে শিল্পীর বাছাই করা ১২টি গান। প্রতিটি গানের সঙ্গে জড়িয়ে থাকা ঘটনা ও আবেগঘন প্রেক্ষাপট তুলে ধরেছেন শিল্পী নিজেই। শুধু গানের গল্প নয়, নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সে সময়ের স্মৃতি, সাফল্য ও সংগ্রামের অভিজ্ঞতা।  

শাইখ সিরাজ বলেন, “তথ্যচিত্রটি নির্মাণে নানা চ্যালেঞ্জ ছিল। সাবিনা ইয়াসমিন সংগীত ক্যারিয়ারে ১৫ হাজার গান গেয়েছেন। এ গানের মধ্যে ১২টি গান বাছাই করা কঠিন ব্যাপার ছিল। এ প্রজন্মের শিল্পীরা তার গাওয়া গান তারই সামনে গেয়েছেন। তথ্যচিত্রের মাধ্যমে তার জীবনটা আমরা খুব কাছে থেকে দেখেছি। আশা করছি, তথ্যচিত্রটি সবার ভালো লাগবে। এতে সাবিনা ইয়াসমিনের অনেক অজানা কিছু জানা যাবে।” 

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রজন ম র র জ বন

এছাড়াও পড়ুন:

রাবিপ্রবিতে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ক্যারিয়ার গঠনে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভা কক্ষে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির (এমবিএস) আয়োজনে এবং খাগড়াছড়ির অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

জুলাই সনদে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: ইউপিডিএফ

রাঙামাটিতে পিসিসিপির ডাকা হরতাল প্রত্যাহার

এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি, স্বাধীনতা এবং প্রাধিকার বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসব চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে।”

শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কিলে উন্নত করার আহবান জানিয়ে তিনি বলেন, “দক্ষতার ঘাটতিগুলো শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হতে হবে। এছাড়াও নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নিতে হবে।”

এতে বিশেষ অতিথি ছিলেন, রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, প্রক্টর সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার প্রমুখ।

এছাড়া অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সিইও আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ঢাকা/শংকর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ