বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন নির্মাণাধীন সরকারি ভবন বঙ্গবন্ধু নভোথিয়েটার ও ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ভবনে ব্যানার টানিয়ে দখলে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) রাত ৮টায় তারা নভোথিয়েটারের গেটে ‘একাডেমিক ভবন-৩, বরিশাল বিশ্ববিদ্যালয়’ এবং বিটেক ভবনে ‘বরিশাল বিশ্ববিদ্যালয় আবাসিক হল’ নামে ব্যানার টানিয়ে দেন।

আরো পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠান বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম, শিক্ষা ব্যাহত 

বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা

আইন বিভাগের শিক্ষার্থী এসএম ওয়াহিদুর রহমান বলেন, “অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছে। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করতেও বাধ্য হয়েছে। কিন্তু তাতেও সরকার বা ইউজিসি কর্ণপাত করেনি। তাই  শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশের নির্মাণাধীন সরকারি ভবনগুলোকে তাদের ক্লাসরুম ও  আবাসিক হল হিসেবে ঘোষণা করেছে।”

তিনি বলেন, “যে নভোথিয়েটারটা করা হচ্ছিল ফ্যাসিস্ট আমলে, তার নাম হয়তো হতো বঙ্গবন্ধু নভোথিয়েটার। যা তোষমোদি কাজে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের শামিল। তার চেয়ে সরকারি খরচে তৈরি ভবন উচ্চশিক্ষার কাজে ব্যবহৃত হলে আমাদের ক্লাস রুম সংকট লাঘব হবে, যা দেশের জন্যও উপকারে আসবে।”

গত ২৮ জুলাই থেকে অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

এর আগে, বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির পর বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা।

ঢাকা/সাইফুল/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল সরক র

এছাড়াও পড়ুন:

জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।

অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।

আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগে

এ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।

সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।

এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।

আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ