নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটেক ভবন ববি শিক্ষার্থীদের দখলে
Published: 27th, August 2025 GMT
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন নির্মাণাধীন সরকারি ভবন বঙ্গবন্ধু নভোথিয়েটার ও ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ভবনে ব্যানার টানিয়ে দখলে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) রাত ৮টায় তারা নভোথিয়েটারের গেটে ‘একাডেমিক ভবন-৩, বরিশাল বিশ্ববিদ্যালয়’ এবং বিটেক ভবনে ‘বরিশাল বিশ্ববিদ্যালয় আবাসিক হল’ নামে ব্যানার টানিয়ে দেন।
আরো পড়ুন:
শিক্ষাপ্রতিষ্ঠান বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম, শিক্ষা ব্যাহত
বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা
আইন বিভাগের শিক্ষার্থী এসএম ওয়াহিদুর রহমান বলেন, “অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছে। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করতেও বাধ্য হয়েছে। কিন্তু তাতেও সরকার বা ইউজিসি কর্ণপাত করেনি। তাই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশের নির্মাণাধীন সরকারি ভবনগুলোকে তাদের ক্লাসরুম ও আবাসিক হল হিসেবে ঘোষণা করেছে।”
তিনি বলেন, “যে নভোথিয়েটারটা করা হচ্ছিল ফ্যাসিস্ট আমলে, তার নাম হয়তো হতো বঙ্গবন্ধু নভোথিয়েটার। যা তোষমোদি কাজে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের শামিল। তার চেয়ে সরকারি খরচে তৈরি ভবন উচ্চশিক্ষার কাজে ব্যবহৃত হলে আমাদের ক্লাস রুম সংকট লাঘব হবে, যা দেশের জন্যও উপকারে আসবে।”
গত ২৮ জুলাই থেকে অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
এর আগে, বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির পর বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা।
ঢাকা/সাইফুল/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল সরক র
এছাড়াও পড়ুন:
ইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত
ইউরোপে সবচেয়ে বেশি বেতনের পেশার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাইলট। ফ্রান্সে এটি পঞ্চম সর্বোচ্চ মাসিক বেতনের পেশা। জার্মানিতে জটিল ভূমিকার পাইলটেরা মাসে ২৮ হাজার ৯৬ ইউরো উপার্জন করেন। যুক্তরাজ্যে পূর্ণকালীন পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা মধ্যম আয়ে পঞ্চম স্থানে। ডেনমার্কে ২০২৩ সালে মাসিক বেতন ১৩ হাজার ৫২৩ ইউরো, দেশটির হিসাবে সপ্তম সর্বোচ্চ বেতন।
অভিজ্ঞতা অনুযায়ী বেতনের বৈচিত্র্য
পাইলটদের বেতন দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। যুক্তরাজ্যে বেতন শুরু হয় বছরে ৫৪ হাজার ২৮৩ ইউরো (৪৭,০০০ পাউন্ড) থেকে, অভিজ্ঞ পাইলটদের জন্য এটি প্রায় ১ লাখ ৭৩ হাজার ২৪৩ ইউরো (১ ইউরো সমান ১৪১ টাকা ৭৭ পয়সা, ২২ অক্টোবর ২০২৫ হিসাবে) পর্যন্ত হতে পারে, জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল ক্যারিয়ার্স সার্ভিস।
ইআরআই অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট জানায়, আট বছরের বেশি অভিজ্ঞতার পাইলটরা এক থেকে তিন বছরের অভিজ্ঞ পাইলটের চেয়ে ৬০ থেকে ৮০ শতাংশ বেশি আয় করেন। অর্থাৎ অভিজ্ঞ পাইলটরা প্রায় তিন গুণ বেশি উপার্জন করেন।
আরও পড়ুনফ্রিল্যান্সিংয়ে নামার আগে এ পাঁচটি বিষয় ভাবুন১৯ অক্টোবর ২০২৫দেশভিত্তিক তথ্যযুক্তরাজ্য
২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এএনএসের তথ্যানুসারে, পূর্ণকালীন ‘এয়ারক্রাফট পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলার’-এর বার্ষিক আয় প্রায় ৯৫ হাজার ২৪০ ইউরো (৮০,৪১৪)। ইআরআইয়ের মতে, গড় বার্ষিক বেতন ৯০ হাজার ২৫৩ ইউরো (৭৮,১৪৬ পাউন্ড), লন্ডনের জন্য ১ লাখ ১৫ হাজার ৫৬২ ইউরো (১০০,০৬০ পাউন্ড)।
জার্মানি
জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্যমতে, গড় মাসিক বেতন ১২ হাজার ৫৬৬ ইউরো (বার্ষিক ১,৫০,৭৯২ ইউরো)। মধ্যম আয় ১০ হাজার ২০৭ ইউরো (বার্ষিক ১,২২,৪৮৪ ইউরো), অভিজ্ঞ ও বিশেষায়িত পাইলটদের ক্ষেত্রে তা ৩ লাখ ৪২ হাজার ৭২ ইউরো পর্যন্ত হতে পারে। ইআরআইয়ের তথ্য অনুসারে, এক থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন পাইলটের গড় বেতন ৭৩,৭৮৫ ইউরো, আট বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন পাইলটদের জন্য ১ লাখ ৩২ হাজার ১১৭ ইউরো।
ফ্রান্স
INSEE জানায়, ‘সিভিল এভিয়েশন টেকনিক্যাল ও কমার্শিয়াল ফ্লাইট অফিসার’দের গড় মাসিক বেতন ৯ হাজার ৩০০ ইউরো (বার্ষিক ১,১১,৬০০ ইউরো)। ERI অনুসারে, অভিজ্ঞ পাইলটদের জন্য গড় বেতন ১ লাখ ৯ হাজার ২৯২ ইউরো।
ছবি: এমিরেটসের ওয়েবসাইট থেকে নেওয়া