দিনাজপুরে জীবনমহল পিকনিক স্পট গুঁড়িয়ে দিয়েছে ‘তৌহিদী জনতা’
Published: 28th, August 2025 GMT
দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনমর এলাকায় ইসলামবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে জনপ্রিয় পিকনিক স্পট জীবনমহল গুঁড়িয়ে দিয়েছে ‘তৌহিদী জনতা’।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ৩টার দিকে তৌহিদী জনতার ব্যানারে হাজারো মানুষ বিক্ষোভ করে জীবনমহলের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
আরো পড়ুন:
নিখোঁজের ৩ দিন পর খাল থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ উদ্ধার
গাজীপুরে ‘ডিবির ধাওয়ায়’ তুরাগ নদে ঝাঁপ, ব্যবসায়ী নিখোঁজ
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জীবনমহলে অসামাজিক কার্যকলাপ ও ইসলামবিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে বৃহস্পতিবার তা সহিংস আকার ধারণ করে। উত্তেজিত জনতা সংবাদকর্মীদের ব্যবহৃত মোটরসাইকেলসহ অন্তত ৮–১০টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
এ সময় বিক্ষোভকারীরা জীবনমহলের স্বত্বাধিকারী ড.
তৌহিদী জনতার পক্ষে মাওলানা হাফিজুর রহমান বলেন, ‘‘জীবন চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে জীবনমহলে অসামাজিক কাজ ও দরবার শরীফের নামে ইসলামবিরোধী কার্যকলাপ চলছে। আমরা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদে গিয়েছিলাম, কিন্তু তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা আমাদের সাতজনকে আহত করেছে। পরে আমরা বাধ্য হয়ে পাল্টা প্রতিরোধ করি।’’
দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসেন মারুফ বলেন, ‘‘তৌহিদী জনতার কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়েছে। উভয়পক্ষ যদি আইনি ব্যবস্থা নিতে চায় তবে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’’
জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ‘‘ভাঙচুর ও অগ্নিসংযোগ কোনো বীরত্বের কাজ নয়। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশাসন ও উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করা হবে।’’
ঢাকা/মোসলেম/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।