মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা থাকলে তা ইনফরমাল: পররাষ্ট্র উপদেষ্টা
Published: 28th, August 2025 GMT
ঢাকার অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, যদি কোনো হামলার পরিকল্পনা হয়ে থাকে সেটা ইনফরমাল (অআনুষ্ঠানিক)। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কার কথা আসছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিচ্ছে এবং মার্কিনিদের তরফ থেকে কিছু জানানো হয়েছে কিনা, জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে।
জবাবে তৌহিদ হোসেন বলেন, “আমি এটুকু আপনাদের বলতে পারি, যদি কোনো হামলার পরিকল্পনা হয়ে থাকে তাহলে সেটা ইনফরমাল এবং সেটা আমার কাছে না। নিরাপত্তা সংক্রান্ত হয়ে থাকলে তাহলে স্বরাষ্ট্র বলতে পারবে।”
সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে, ঢাকাস্থ মার্কিন দূতাবাসে আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল।
ঢাকা/হাসান/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। এ রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি
কারণ ছাড়াই বাড়ছে দেশবন্ধু পলিমারের শেয়ার দর
ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের তথ্য অনুযায়ী, পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত এবং গুণগত তথ্যের ভিত্তিতে বন্ডটির ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/রফিক