প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিজিটাল যুগে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য নির্বাচন ব্যবস্থাকে বড় হুমকির মুখে ফেলছে। সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার ও উদ্দেশ্যমূলক তথ্য এখন বাস্তব হুমকি। জনমত প্রভাবিত করার এ অপচেষ্টা ঠেকাতে নির্বাচন কমিশন একটি বিশেষ সেল গঠনের পরিকল্পনা করছে। এই সেল মাঠপর্যায়ে তথ্য যাচাই, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সঠিক বার্তা প্রচারে কাজ করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কোর প্রশিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন সিইসি।

সিইসি জানিয়েছেন, রাজনীতির উত্তাপ যতই বাড়ুক, নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান স্পষ্ট—পেশাদারিত্ব ও নিরপেক্ষতা। 

কোর প্রশিক্ষকদের উদ্দেশে সিইসি বলেছেন, শুধু প্রশিক্ষণ নয়, নৈতিকতা বজায় রাখাও জরুরি। নৈতিকতা হারালে পেশাদারিত্ব অর্থহীন হয়ে পড়ে। প্রশিক্ষণের প্রতিটি ধাপে নিরপেক্ষতা ও পেশাগত মান বজায় রাখার ওপর জোর দেওয়া হবে।

একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে দেখা উদাহরণ টেনে সিইসি বলেন, একই বার্তা একাধিক মানুষের মধ্য দিয়ে গেলে তার প্রকৃত অর্থ বিকৃত হয়। নির্বাচনী ব্যবস্থায় এ ভুলের কোনো সুযোগ নেই। সঠিকভাবে শোনা ও বোঝার দক্ষতা থাকলে সঠিক বার্তা পৌঁছানো সম্ভব।

এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রশিক্ষণকে খরচ ভাবলে চলবে না। এটি দক্ষ জনবল তৈরির মাধ্যমে কার্যকর নির্বাচন ব্যবস্থা বিনির্মাণে জাতির জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ।

তিনি বলেন, এই বার্তা যেন শুধু শহরে আটকে না থাকে। পৌঁছাতে হবে প্রত্যন্ত গ্রাম, চরাঞ্চল, পাহাড়, দ্বীপ সবখানে। যেন কেউ ভুল তথ্যের ফাঁদে না পড়েন।

ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতির আহ্বান জানিয়ে সিইসি বলেন, ক্লাসে যারা পেছনে বসে ঘুমিয়ে পড়েন, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলো মিস করেন। প্রশিক্ষণ মানে—শিখে মাঠে গিয়ে সেটি কাজে লাগানো।

ঢাকা/এএএম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ