স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে শুরুটা যে দুর্দান্ত হতে যাচ্ছে, তা প্রমাণ করেই দিলো রিয়াল মাদ্রিদ। টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে তালিকার শীর্ষে জায়গা করে নিলো জাবি আলোনসোর দল।

শনিবার (৩০ আগস্ট) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে ম্যাচটা কিন্তু সহজ ছিল না। ম্যাচের ১৮ মিনিটেই অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়ে রিয়াল। পাবলো তোরের কর্নার চুয়ামেনির গায়ে লেগে মুরিকির পিঠে লাগে, আর সেখান থেকেই বল ঢুকে যায় রিয়ালের জালে। ১-০ গোলে এগিয়ে যায় মায়োর্কা।

আরো পড়ুন:

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের সহজ জয়

এমবাপ্পের গোলে রিয়ালের কষ্টার্জিত জয়, আলোনসোর শুরুর হাসি

তবে বেশিক্ষণ চাপ সহ্য করেনি স্বাগতিকরা। ৩৭ মিনিটে কর্নার থেকে বল ডিফ্লেক্ট হয়ে গুলারের সামনে আসতেই তিনি নিখুঁত শটে গোল করে সমতায় ফেরান রিয়ালকে। এর পরপরই ভালভার্দের দারুণ পাস থেকে ভিনিসিয়ুস জালে বল জড়ালে লিড নেয় লস ব্লাঙ্কোস। শেষ পর্যন্ত সেটিই ম্যাচের নির্ণায়ক গোল হয়ে দাঁড়ায়।

যদিও ম্যাচে গোলের খরা ছিল না, কিন্তু ভাগ্য সহায় হয়নি রিয়ালের। এমবাপ্পের দুইটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে গুলারের আরেকটি গোল ভিএআরে হাতে লাগার কারণে বাদ পড়ে। ফলে বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া করে তারা।

অন্যদিকে মায়োর্কাও লড়াই করেছে মরিয়া হয়ে। প্রথমার্ধে মুরিকির হেড সামান্য দূর দিয়ে বাইরে যায়, আর দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে আলভারো কারেরাস গোললাইন থেকে অবিশ্বাস্য এক ক্লিয়ারেন্স করে সমতা ফিরতে দেননি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে শীর্ষে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে দ্বিতীয় স্থানে। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ