যশোরে ছুরিকাঘাতে আ.লীগ নেতা হত্যা
Published: 31st, August 2025 GMT
যশোরের মণিরামপুর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারের হবির চিড়া মিলের সামনে তাকে কয়েকজন ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন
অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা, শাশুড়ি ও সৎ ছেলে গ্রেপ্তার
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার হত্যার তথ্য জানান। তিনি বলেন, ‘‘খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।’’
তিনি জানান, আশরাফুল ইসলাম স্থানীয় চায়ের দোকানে বসে ছিলেন। অপরিচিত কয়েকজন এসে তাকে ছুরি মেরে পালিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। তার বুকে বেশ কয়েকটি ছুরির আঘাত রয়েছে।
নিহত আশরাফুল ইসলাম মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।
মণিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
ঢাকা/প্রিয়ব্রত/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫