অস্ট্রেলিয়ায় অভিবাসনবিরোধী সমাবেশ
Published: 31st, August 2025 GMT
অস্ট্রেলিয়ায় হাজার হাজার মানুষ অভিবাসনবিরোধী সমাবেশ করেছে। সরকার অবশ্য রবিবারের এই সমাবেশকে অতি-ডানপন্থীদের সাথে সম্পৃক্ত এবং ‘ঘৃণা ছড়ানোর’ অভিযোগে নিন্দা জানিয়েছে।
সিডনি, মেলবোর্ন এবং অন্যান্য প্রধান শহরগুলোতে মার্চ ফর অস্ট্রেলিয়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ান ন্যাশন সিনেটর পলিন হ্যানসন এবং ফেডারেল এমপি বব ক্যাটারসহ বেশ কয়েকজন বিরোধী রাজনীতিবিদ মিছিলে যোগ দিয়েছেন।
অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে ডানপন্থী চরমপন্থার উত্থানের মুখোমুখি হয়েছে এবং চলতি বছরের শুরুতে নাৎসি স্যালুটকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
সম্প্রচারক এবিসি অনুসারে, সিডনির সমাবেশে আট হাজার লোক জড়ো হয়েছিল। পুলিশ জানিয়েছে যে শহরজুড়ে শত শত অফিসার মোতায়েন করা হয়েছিল কিন্তু ‘কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি।’
মেলবোর্নে বিক্ষোভকারীদের সাথে ফিলিস্তিনপন্থী সমাবেশে অংশগ্রহণকারীদের সংঘর্ষ হয়।
অ্যাডিলেডে সমাবেশ এবং পাল্টা বিক্ষোভ উভয় সময়েই ১৫ হাজার লোক উপস্থিত ছিল। তবে এখানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
মার্চ ফর অস্ট্রেলিয়া ওয়েবসাইটে বলা হয়েছে, “আমাদের বিভক্তকারী নীতি ও আন্দোলনের কারণে অস্ট্রেলিয়ার ঐক্য ও ভাগ করা মূল্যবোধ ক্ষয়প্রাপ্ত হয়েছে। গণ অভিবাসন আমাদের সম্প্রদায়গুলোকে একত্রিত করে রাখা বন্ধনগুলোকে ছিন্ন করেছে।”
এই দলটি আরো জানিয়েছে, তারা সংস্কৃতি, মজুরি, ট্র্যাফিক, আবাসন ও জল সরবরাহ, পরিবেশগত ধ্বংস, অবকাঠামো, হাসপাতাল, অপরাধ এবং সম্প্রদায়ের ক্ষতি নিয়েও উদ্বিগ্ন।
চলতি সপ্তাহের শুরুতে সরকার জানিয়েছিল, তারা এই সমাবেশের বিপক্ষে। অস্ট্রেলিয়ায় কোনো ধরণের ঘৃণার স্থান নেই।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিপিএলে দল নিতে চান আইসিসির দুর্নীতি দমন বিভাগের ‘রেড ফ্ল্যাগ’ তালিকায় থাকারাও
আসন্ন দ্বাদশ বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নিতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় তিনটি প্রতিষ্ঠানের আগ্রহ বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাকি আটটি প্রতিষ্ঠানের সব যে ফ্র্যাঞ্চাইজি পাবে, তা–ও নয়। এক-দুটি প্রতিষ্ঠানে থাকা মালিকদের মধ্যে দু-একজন তো আইসিসির দুর্নীতি দমন বিভাগের ‘রেড ফ্ল্যাগ’ধারী বলেও জানা গেছে।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল