শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। গত ২৯ আগস্ট ভারতের ২ হাজার ৭০০ পর্দায় মুক্তি পেয়েছে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন তুষার জলোটা। 

রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমা মুক্তির আগেই আলোচনায় আসে মেলোডিয়াস গান দিয়ে। ‘পরদেশিয়া’ ও ‘ভিগি শাড়ি’ বলা যায় মুক্তির আগেই হিট হয়। এর মধ্যে ‘ভিগি শাড়ি’ গানটিতে আবেদনময়ী জাহ্নবীকে দেখতে পান ভক্ত-অনুরাগীরা। তবে সিনেমাটি মুক্তির পর সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চলুন দেখে নিই, বক্স অফিসে কতটা আয় করেছে ‘পরম সুন্দরী’। 

আরো পড়ুন:

প্রেমিকাকে ছেড়ে দাও, নয়তো সিনেমা, সাইফকে বলেছিলেন পরিচালক

যে কারণে গরুর মাংস খায় না সালমানের পরিবার

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘পরম সুন্দরী’ সিনেমা ৪ দিনে শুধু ভারতে আয় করেছে ৩২.

১৫ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ১১.১ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪৩.২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৯ কোটি ৮৩ লাখ টাকার বেশি)।  

আন্তসাংস্কৃতিক প্রেমকাহিনি নিয়ে গড়ে উঠেছে ‘পরম সুন্দরী’ সিনেমার গল্প। দিল্লির ছেলে পরম আর কেরালার মেয়ে সুন্দরীর দেখা হওয়া, পরিচয়, প্রেমে পড়া এবং নানা টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়েছে কাহিনি। এতে দক্ষিণী কন্যা সুন্দরীর চরিত্র রূপায়ন করেছেন জাহ্নবী কাপুর। 

৬০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন দিনেশ বিজন। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—সঞ্জয় কাপুর, অভিষেক ব্যানার্জি, তানভি রাম প্রমুখ।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ হ নব ক প র চলচ চ ত র কর ছ ন

এছাড়াও পড়ুন:

অতিরিক্ত মোটা হওয়ায় যাত্রীকে তুলতে অস্বীকৃতি উবার চালকের

চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সম্প্রতি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের একটি গাড়ি ডেকেছিলেন মাইকেল। গাড়িটি আসার পর দরজা খুলে ভেতরে ঢুকতে যেতেই বাধল বিপত্তি। ‘অতিরিক্ত মোটা’ হওয়ায় চালক তাঁকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানান। যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গেমিং প্ল্যাটফর্ম টুইচের জনপ্রিয় স্ট্রিমার মাইকেল। ওই প্ল্যাটফর্মে তাঁর ৬০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি তাঁর কল অব ডিউটি গেমপ্লের জন্য পরিচিত।

মাইকেল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওর শিরোনামে তিনি লিখেছেন, ‘আমি মজা করছি না। আমার উবার চালক বলেছেন, আমি নাকি অনেক বেশি মোটা। তাই তাঁর গাড়িতে আমাকে নেওয়া সম্ভব নয়। এমনকি তিনি আমার দিকে বন্দুক তাক করার হুমকিও দিয়েছেন।’ মাইকেলের ওই ভিডিও পাঁচ কোটিবারের বেশি দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মাইকেল উবারের গাড়িচালককে বলছেন, ‘আপনি এইমাত্র বললেন, আমি নাকি অনেক বেশি মোটা। আমি কিন্তু আপনার ভিডিও করছি।’ উত্তরে উবার চালক নারী বলেন, ‘এটা যুক্তি আর বাস্তবতার ব্যাপার। আর আমি এটা বলার অধিকার রাখি।’ কিন্তু বাক্যটি শেষ করার আগেই মাইকেল তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘না, আপনি এটা বলতে পারেন না।’ তখন ওই নারী হাত উঁচিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি পারি। এটা আমার গাড়ি। আপনি এখান থেকে চলে যান।’

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ওই উবার চালক বলেন, ‘আপনি কি চান, আমি আমার বন্দুকটা বের করি?’ এ কথা শোনার সঙ্গে সঙ্গে মাইকেল গাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে চলে যান। এক্সে দেওয়া অন্য একটি পোস্টে মাইকেল বলেন, এ ঘটনার কারণে তিনি সেদিন চিকিৎসকের কাছে যেতে পারেননি।

উবারের নীতি অনুযায়ী, চালকেরা বৈধ কারণ ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানাতে পারবেন না। ওজন, লিঙ্গ, বর্ণ কিংবা ধর্মের ভিত্তিতে কোনো যাত্রীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা সম্পূর্ণ নিষেধ।

এই ঘটনা ভাইরাল হওয়ার পর উবার চালকের আচরণের তীব্র সমালোচনা করেছেন অনেকে।

সম্পর্কিত নিবন্ধ