পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেডের দক্ষিণপাড়া ধামরাই ইউনিট লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খুচরা বিক্রি শুরু করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কে অ্যান্ড কিউ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ উদ্যোগের মাধ্যমে সরাসরি খুচরা বিক্রি চালু হওয়ায় আয় বাড়বে এবং ব্যবসা সম্প্রসারণে গতি আসবে। এতদিন মূলত পাইকারি ও সীমিত চ্যানেলে বিক্রি করা হতো। এখন থেকে সাধারণ ভোক্তারাও সরাসরি কে অ্যান্ড কিউ লিমিটেড থেকে এলপিজি সংগ্রহ করতে পারবেন।

কে অ্যান্ড কিউ কর্তৃপক্ষ আশা করছে, স্থানীয় পর্যায়ে এই উদ্যোগ ভোক্তাদের চাহিদা পূরণ করবে এবং বাজারে কোম্পানির অবস্থান আরো সুদৃঢ় করবে। পাশাপাশি, খুচরা বিক্রি থেকে বাড়তি রাজস্ব আসবে, যা ভবিষ্যতে কোম্পানির সামগ্রিক আর্থিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, কোম্পানির এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্যও আশাব্যঞ্জক। কারণ, খুচরা বিক্রির মাধ্যমে বিক্রির পরিমাণ বাড়ার পাশাপাশি কোম্পানির মুনাফাও বৃদ্ধির সম্ভাবনা আছে।

ঢাকা/এনটি/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ