ফেসবুকে ডাকসু প্রার্থী বিএম ফাহমিদা আলমকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকিসহ সারাদেশে নারী শিক্ষার্থীদের নিয়ে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়গুলোর চলমান সংকট দ্রুত কেটে যাবে: শিক্ষা উপদেষ্টা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ফেসবুকে ডাকসু প্রার্থী বিএম ফাহমিদা আলমকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং  সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ কর্মসূচীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের নেতাকর্মীরা। এ সময় জাকসু নির্বাচনে শাখা ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহন করেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)

একই ঘটনায় প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে জবি ছাত্রদল।

এ সময় জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন।

বক্তারা অভিযোগ করেন, ছাত্রশিবির ধারাবাহিকভাবে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। বিশেষ করে যারা শিবিরের বিরোধিতা করেন বা মত প্রকাশ করেন, তাদের লক্ষ্য করে হুমকি, অবমাননাকর মন্তব্য ও হয়রানিমূলক আচরণ করা হচ্ছে। একজন নারী শিক্ষার্থী যখন ডাকসু নির্বাচনে শিবির প্রার্থীর বিরুদ্ধে রিট করেন, তখন তার বিরুদ্ধে প্রকাশ্যে ধর্ষণের হুমকি শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানে নারীর নিরাপদ অংশগ্রহণের ওপর সরাসরি আঘাত।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)

ডাকসু নির্বাচনের প্রার্থী বিএম ফাহমিদা আলমকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকির প্রতিবাদে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বিক্ষোভ সমাবেশ করে শাবিপ্রবি শাখা ছাত্রদল। সমাবেশ থেকে অভিযুক্ত ছাত্রকে দ্রুত গ্রেপ্তার করে তার ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়।

সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

হুমকিদাতাকে শিবির নেতা দাবি করে তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্বর থেকে মিছিল বের করে সংগঠনটি। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়।

মিছিলে তাদের ‘নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজকার’, ‘শিবিরের ধর্ষকেরা, হুঁশিয়ার সাবধান’, ‘শহিদ জিয়ার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আনারুল, আহসান হাবীব, সদস্য নুর উদ্দিন, রাফিজ, সাব্বির, স্বাক্ষর, সৌরভসহ প্রমূখ।

ডাকসু নির্বাচনে শিবিরের সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি দেন আলী হুসেন নামে ঢাবির এক শিক্ষার্থী। স্ট্যাটাসের পরপরই সমালোচনা শুরু হলে পোস্টটি ডিলিট করেন তিনি। পরে ওই শিক্ষার্থী ভিডিও বার্তায় ক্ষমা চান ও কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেন তিনি।

ঢাকা/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র ন ত কর ম র ছ ত রদল র প রক শ য ন কর ন সদস য

এছাড়াও পড়ুন:

এদের কোনো দিন শিক্ষা হবে না

আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ