যে কারণে সুন্দরগঞ্জে মুখোমুখি বিএনপির দুই পক্ষ
Published: 3rd, September 2025 GMT
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির দুই পক্ষের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন।
আদেশে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও এর আশপাশের এলাকায় এই ধারা বলবৎ থাকবে।
আরো পড়ুন:
রাজশাহীতে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
চবিতে ১৪৪ ধারা আরো একদিন বাড়ল
যে কারণে দুই পক্ষ মুখোমুখি:
গত বুধবার (২৭ আগস্ট) বাবুল আহমেদকে আহ্বায়ক ও মাহমুদুল ইসলামকে সদস্য সচিব করে গঠন করা হয় সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। এই কমিটি গঠনে স্বেচ্ছাচারীতার অভিযোগ তোলেন দলটির নেতাকর্মীদের একটি অংশ।
বিএনপির নেতাকর্মীরা জানান, বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ড.
এরপরও সমাধান না হওয়ায়, বর্তমান আহ্ববায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল ইসলাম ও তার অনুসারী এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির বর্তমান সহ-সভাপতি মোজাহারুল ইসলামের অনুসারীদের মধ্যে বিরোধ চরমে ওঠে। গত ৩১ আগস্ট বিকেলে মোজাহারুল ইসলামের নেতাকর্মীরা সুন্দরগঞ্জ পৌরসভার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলার ১৫টি ইউনিয়নে কালো পতাকা শোডাউন করেন।
এরই মধ্যে সুন্দরগঞ্জ পৌর এলাকার তিস্তা বাজারে অবস্থিত উপজেলা বিএনপি কার্যালয়ে ৩ সেপ্টেম্বর (বুধবার) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৮টা থেকে দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেন দুই পক্ষেরা নেতারা। একই স্থানে একই দলের কর্মসূচি দেওয়ায় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষের আশঙ্কা থেকে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে জানতে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব মাহমুদুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্ববায়ক বাবুল আহমেদ রাইজিংবিডি ডটকমকে বলেন, “কমিটি গঠনের দিন আমি ঢাকায় ছিলাম। ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটিতে নেতা নির্বাচিত করার বিষয়ে আমার সঙ্গে কেউ কোনো আলোচনা করেননি। জেলা থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে। আমিও চাই নিজ দলের মধ্যে বিরোধ সৃষ্টি না হোক।”
তিনি আরো বলেন, “১৪৪ ধারা জারির কারণে আমরা উপজেলার শ্রীপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের হলরুমে বিকেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব।”
জানতে চাইলে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাহারুল ইসলাম বলেন, “৪৬ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নিরপেক্ষ কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছি। ফ্যাসিস্ট সরকারের সময়ে অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা খেয়েও দলকে সুসংগঠিত করে রেখেছি। অথচ, গত ২৭ আগস্ট তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমে গড়া এই দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ মেনে গণতান্ত্রিকভাবে সঠিক নেতৃত্ব গঠন করাই আমাদের লক্ষ্য। আমরা অবৈধ কমিটি বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদ করে আসছি।”
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ও ১৪৪ ধারা জারির বিষয়ে তিনি বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিকল্প স্থান হিসেবে বুধবার বিকেলে দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি মাদরাসায় ছোট পরিসরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছি।”
মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জের ইউএনও রাজ কুমার বিশ্বাস রাইজিংবিডি ডটকমকে বলেন, “বুধবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও যে কোনো অরাজকতা প্রতিরোধে এদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
ঢাকা/মাসুম/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ১৪৪ ধ র ব এনপ স ন দরগঞ জ উপজ ল স ন দরগঞ জ প র ন ত কর ম দ র ব এনপ র স ১৪৪ ধ র ল ইসল ম উপলক ষ গঠন ক
এছাড়াও পড়ুন:
বর্ণিল আয়োজনে ১৯তম সিকৃবি দিবস উদযাপন
আজ ২ নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) দিবস। ২০০৬ সালের এই দিনে যাত্রা শুরু করা দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রতিষ্ঠানটি ঊনিশতম বছরে পদার্পণ করেছে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ছিল নানা আয়োজন। রবিবার (২ নভেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম ।
আরো পড়ুন:
বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সিকৃবি উপাচার্যের অঙ্গীকার
মাছের উৎপাদন হ্রাসের কারণ নদীর দূষণ: মৎস্য সচিব
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা ক্যাম্পাসের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে টিএসসি চত্ত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘চব্বিশের গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশের দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে কৃষি শিক্ষা ও গবেষণায় করণীয়’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।
অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সারওয়ার উদ্দিন চৌধুরী।
উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী বলেন, “দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অল্প সময়ের মধ্যেই এই বিশ্ববিদ্যালয় একাডেমিক উৎকর্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারায় একটি অনন্য অবস্থান তৈরি করেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, গবেষণায় আগ্রহ ও সমাজসেবায় অংশগ্রহণ এই বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান ও গবেষণার বিনিময় জাতীয় উন্নয়নের গতি ত্বরান্বিত করে। তাই পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করা প্রয়োজন “
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলাম।
দিবসটি উপলক্ষে সন্ধ্যায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়োজন করা হয়েছে।
ঢাকা/আইনুল/মেহেদী