মারা গেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি
Published: 4th, September 2025 GMT
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার এবং ইতালীয় ফ্যাশন ব্র্যান্ডের মালিক জর্জিও আরমানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর বয়স। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
আরমানি ছিলেন ইতালীয় স্টাইল এবং মার্জিততার আদর্শ, আধুনিক পুরুষ ও নারীদের পোশাককে নতুন করে কল্পনা করেছিলেন।
আরমানি, যা একটি ফ্যাশন কোম্পানি হিসেবে শুরু হয়েছিল, সৌন্দর্য, সুগন্ধি, সঙ্গীত, খেলাধুলা এমনকি বিলাসবহুল হোটেলেও বিস্তৃত হয়েছিল। অন্যদিকে একজন সম্মানিত ব্যবসায়ী হিসেবে তার কোম্পানি বছরে ২০০ কোটি পাউন্ডেরও বেশি আয় করেছিল।
ডোনাটেলা ভার্সেস তার ইনস্টাগ্রাম পেজে প্রয়াত ডিজাইনারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একটি ছবি পোস্ট করে বলেছেন.
জর্জিও আরমানি ব্র্যান্ডের ইনস্টাগ্রাম পেজে দেওয়াএক বিবৃতিতে বলা হয়েছে, “আরমানি তার শেষ দিন পর্যন্ত কাজ করেছেন, কোম্পানি, সংগ্রহ এবং ভবিষ্যতের অনেক চলমান প্রকল্পের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।”
আরমানিকে বিভিন্ন দিক থেকে একজন পথিকৃৎ হিসেবে দেখা হত। ২০০৬ সালে অ্যানোরেক্সিয়া নার্ভোসায় আক্রান্ত মডেল আনা ক্যারোলিনা রেস্টনের মৃত্যুর পর, তিনিই প্রথম ডিজাইনার যিনি র্যাম্প থেকে কম ওজনের মডেলদের নিষিদ্ধ করেছিলেন।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড জ ইন র আরম ন
এছাড়াও পড়ুন:
দুই মিনিটের বিতর্কিত দৃশ্য দিয়ে আলোচনায়, পরে বলিউডকে বিদায় জানান সেই অভিনেত্রী
বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।
কিমির উত্থান
আশির দশকটি বলিউডে সৃজনশীল ও পরিবর্তনের সময় ছিল, যেখানে অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী তাঁদের ছাপ ফেলেছেন। কিমি ছিলেন সেই সময়ের অন্যতম উদীয়মান নায়িকা। পর্দায় সাহসী দৃশ্যের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। যদিও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত; কিন্তু এর মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেন।
মুম্বাইতে জন্ম নেওয়া কিমি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, পরে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ দিয়ে আলোচিত হন তিনি। সিনেমার সাফল্য তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’ এরপর ১৯৮০-এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, গোবিন্দ ও আদিত্য পঞ্চোলির সঙ্গেও সিনেমা করেন তিনি। তাঁর নাচ ও অভিনয়ের দক্ষতা দর্শকদের কাছে তাঁকে প্রিয় করে তোলে।
‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ কিমি কাতকার। আইএমডিবি