নান্দাইলে খতিব নিয়োগ নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৪
Published: 6th, September 2025 GMT
ময়মনসিংহের নান্দাইলে মসজিদের খতিব নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে।
শুক্রবার (৫ সেপ্টম্বর) জুম্মার নামাজের পর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নান্দাইল পৌর ওলামালীগের সভাপতি মাওলানা আবুল খায়ের বালিয়াপাড়া উত্তর পাড়া জামে মসজিদে ৩৬ বছর যাবত খতিবের দায়িত্ব পালন করেন। বেশ কিছু দিন আগে বার্ধক্যজনিত কারণ দেখিয়ে জুম্মার নামাযের সময় আগত মুসুল্লিদের উপস্থিতিতে তিনি খতিবের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন।
পরবর্তীতে মসজিদের সভাপতি মো.
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে মসজিদের সভাপতি মো. রোস্তম আলী নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অপর পক্ষ নান্দাইল উপজেলা নির্বাহীর কর্মকর্তার সারমিনা সাত্তারের শরাপন্ন হলে তিনি গত ৪ সেপ্টেম্বর আগের খতিব মাওলানা আবুল খায়েরকে পুনরায় নিয়োগ দিয়ে আগের মসজিদ কমিটি বিলুপ্ত করে দেন।
শুক্রবার জুম্মার নামাযের পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে দুই পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এদিকে পুলিশ আগে থেকেই ঘটনা আঁচ করতে পেরে মসজিদের পাশেই পুলিশ মোতায়েন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড গুলি ছোঁড়ে।
সংঘর্ষে আহত হন- মসজিদের জমিদাতা আব্দুল হালিম, মুসুল্লি আবু তালেব, মো. মোফাজ্জল, সারজিদ মিয়া, আবুল হাছান। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “ঘটনা আঁচ করতে পেরে জুম্মার নামাযের সময় মসজিদের পাশে পুলিশ মোতায়েন করা হয়। তারপরেও নামায শেষে দুই পক্ষর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/মিলন/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর স থ ত মসজ দ র স ঘর ষ
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।