মেট্রোরেলসহ নারায়ণগঞ্জবাসীর প্রয়োজনীয় নাগরিক সুবিধা আদায়ে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা। 
আজ সকালে এমআরটি-২ (মেট্রোরেল) প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে আয়োজিত মানববন্ধনে দেয়া বক্তব্যে তিনি নারায়ণগঞ্জবাসীর প্রতি এই আহ্বান জানান। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে 'ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ' এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনটির সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এই মানববন্ধনে সভাপতিত্ব করেন। 

ফারহানা মানিক মুনা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাতায়াতকারী  লক্ষ লক্ষ যাত্রী পরিবহন সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে। এই সিন্ডিকেট ভাঙতে হলে উন্নত রেল যোগাযোগ, বিআরটিসি বাস বৃদ্ধিসহ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করা আবশ্যক। মেট্রোরেল নারায়ণগঞ্জের যানজট নিরসনেও বড় ভুমিকা রাখবে।

তিনি বলেন, ২০১৫ সালে যে এমআরটি প্রকল্পের প্ল্যান অনুমোদন করা হয় সেখানে এমআরটি-২ লাইনের সঙ্গে নারায়ণগঞ্জ কখনো যুক্ত ছিল না। নারায়ণগঞ্জ যুক্ত ছিল এমআরটি-৪ এবং বিআরটি-৭ (মেট্রোরেল আওতাভুক্ত নয়) এর সঙ্গে। প্রকল্পের ফিজিবিলিটি টেস্টে ইতোমধ্যেই এমআরটি-৪ প্রকল্প বাতিল করা হয়েছে।

পরবর্তীতে গাবতলি থেকে কমলাপুর লাইনকে, অর্থাৎ এমআরটি-২ কে বর্ধিত করে নারায়ণগঞ্জের সাথে যুক্ত করে মুন্সিগঞ্জ পর্যন্ত বিস্তৃত করার একটি প্রস্তাব করা হয়। তখন নারায়ণগঞ্জকে মেট্রোরেলে যুক্ত করার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিআরটি-৭ এর সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার যুক্তি দেখিয়ে এমআরটি-২ থেকে নারায়ণগঞ্জকে বাদ দেয়া হয়েছে।

মুনা তার বক্তব্যে এমন সিদ্ধান্তের বিরোধিতা করেন। তিনি বলেন, ডাবল লেন কিংবা বিআরটি-৭ এ নারায়ণগঞ্জকে যুক্ত করার যুক্তি দেখিয়ে মেট্রোরেলের নেটওয়ার্ক থেকে কোনভাবেই নারায়ণগঞ্জকে বাদ দেয়া যাবে না। অবিলম্বে নারায়ণগঞ্জকে মেট্রোরেল-২ প্রকল্পের সঙ্গে যুক্ত করতে হবে। তা না হলে নারায়ণগঞ্জবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। 

রাজধানীকে কেন্দ্র করে লুটপাটকে প্রাধান্য দিয়ে পুরো নারায়ণগঞ্জকে একটি ডাম্পিং জোনে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেন মুনা।

তিনি বলেন, নারায়ণগঞ্জের নাগরিকদের স্বার্থের কোনো প্রকল্পের বাস্তবায়ন এখানে হয়নি। এই জেলার মানুষ দেশের সর্বোচ্চ ট্যাক্স দিয়েও পরিবহন, স্বাস্থ্য,  শিক্ষার মতো মৌলিক সুবিধাগুলো পাচ্ছে না। আমরা রক্ত দিয়ে নারায়ণগঞ্জকে গডফাদারমুক্ত করেছি নারায়ণগঞ্জকে নগরবাসীর উপযোগী, সুস্থ-নিরাপদ, টেকসই নগর গড়বার লক্ষ্যে।

এবার আমাদের নাগরিক সুবিধা বুঝে নিতে দল মত নির্বিশেষে বৃহত্তর ঐক্য গড়তে হবে। আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়েই বিজয় নিশ্চিত হবে। মনে রাখতে হবে, নাগরিকদের ঐক্য ছাড়া নারায়ণগঞ্জের কোন শক্তি নেই। নাগরিকদের ঐক্যই নারায়ণগঞ্জের শক্তি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র য ক ত কর র প রকল প র ব আরট

এছাড়াও পড়ুন:

১০০ কোটির সম্পদ, স্বামীর প্রতারণা, ৪৭ বছর বয়সেই মারা যান এই নায়িকা

তেলেগু সিনেমার মহাতারকা সাবিত্রী, যাঁকে একসময় মাধুবালা ও মীনা কুমারীর সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হতো। তাঁর জীবনের গল্প দর্শকদের মনে আজও গভীর ছাপ রেখেছে। ১৯৮০-এর দশকে তিনি ছিলেন দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। ১৯৬০-এর দশকে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি রুপি। কিন্তু ব্যক্তিগত নানা ঝামেলায় পাদপ্রদীপের আলো থেকে হারিয়ে যান অভিনেত্রী। তিনি আর কেউ নন, সাবিত্রী।

স্বপ্নের শুরু ও প্রেমের পথচলা
সাবিত্রী ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ে দক্ষতা দেখিয়েছেন। কিশোর বয়সে সিনেমার দুনিয়ায় প্রবেশের চেষ্টা শুরু করেন। মাদ্রাজের জেমিনি স্টুডিওসে কাজের সুযোগ খোঁজার সময় তিনি এক যুবক রামাসমি গণেশনের (পরবর্তী সময় ‘জেমিনি’ নামে পরিচিত) সঙ্গে দেখা করেন। গণেশন তখন স্টুডিওতে কাস্টিং সহকারী হিসেবে কাজ করছিলেন। তিনি সাবিত্রীর ছবি তুলে লিখেছিলেন, ‘সুযোগ দিলে ভালো হবে।’
পরবর্তী সময় সাবিত্রী চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৫২ সালে এন টি রামা রাওয়ের সঙ্গে ‘পেল্লি চেসি ছুডু’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পান। গণেশনও অভিনয় শুরু করেন। দুজনের বন্ধুত্ব ক্রমে প্রেমে পরিণত হয়। সাবিত্রী ও গণেশন বিয়ে করেন। যদিও গণেশন এরই মধ্যে বিবাহিত ছিলেন।

গোপন বিয়ে ও স্বামীর প্রতারণা
সাবিত্রী ও গণেশন তাঁদের বিয়ের খবর প্রথমে গোপন রাখেন। এটি প্রকাশ পায়, যখন সাবিত্রী একটি হেয়ার অয়েলের বিজ্ঞাপনে স্বাক্ষর দেন ‘সাবিত্রী গণেশ’ নামে। তখনই গণেশনের একাধিক সম্পর্ক ও প্রতারণা খবরের শিরোনামে আসে।

সাবিত্রী। ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনায় বিএনপির সদস্য সচিব মনিরুল, ভোলা সদরে কার্যক্রম স্থগিত
  • সুদানে গণহত্যার প্রতিবাদে জাবি ও জবিতে মানববন্ধন
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩০ জন শিক্ষক-কর্মকর্তাকে বরখাস্ত ও ৩৩ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত
  • সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবি
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • চারঘাটে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
  • ১০০ কোটির সম্পদ, স্বামীর প্রতারণা, ৪৭ বছর বয়সেই মারা যান এই নায়িকা
  • আসামিদের গ্রেপ্তারের দাবি, সালমান শাহ ভক্তদের মানববন্ধন
  • পদ্মার চরে জোড়া খুনের ঘটনায় ‘কাকন বাহিনীর’ সদস্যদের শাস্তির দাবিতে মানববন্ধন
  • সুনামগঞ্জে জমি থেকে ৫ কোটি টাকার বালু চুরির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা