ইছামতীর পাড়ের জমি অধিগ্রহণ করলে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
Published: 10th, September 2025 GMT
পাবনার ইছামতী নদী পাড়ের বৈধ মালিকদের জমি অধিগ্রহণ করা হচ্ছে দাবি করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। ইছামতী নদী খনন ও নদীর প্রশস্ততা বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে ইছামতী নদীপাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়।
আরো পড়ুন:
চাটমোহরে বিক্ষুব্ধ কৃষকদের পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
ফলাফল না দেওয়া পর্যন্ত রাবির আরবি বিভাগে শাটডাউন ঘোষণা
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান ধর্মঘট পালন করে। সেখানে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ন আহ্বায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মিন্টু।
বক্তারা বলেন, ‘‘আমাদের পূর্ব পুরুষেরা নিয়ম মেনে জমির খাজনা দিয়ে আসছে। এ সব জমির চারটি রেকর্ড আছে। এই জমি অবৈধ কেমন করে হয়, জানি না। নদী বাঁচুক মানুষও বাচুঁক। কিন্তু নদীপাড়ের বৈধ বসতিদের অবৈধভাবে উচ্ছেদ করা হচ্ছে, তা কাম্য নয়।’’
বক্তারা নদীর পাড়ের জমি তাদের বৈধ জমি দাবি করে তা অধিগ্রহণ করলে সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। এ দাবিতে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, ‘‘যদি কারো জমি অধিগ্রহণের করা হয়, তবেই ক্ষতিপূরণের কথা আসবে। এখানে নদীর জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।’’
ঢাকা/শাহীন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫