দাম বাড়ল স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার
Published: 11th, September 2025 GMT
দেশের বাজারে স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রৌপ্যের দামের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে। নতুন দাম সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার দাম ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। ফলে আগে যে মুদ্রাগুলো ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হতো, সেগুলোর দাম এখন নির্ধারিত হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা (বাক্সসহ)।
এবারের বাড়তি দামের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, এক বছরের ব্যবধানে স্মারক স্বর্ণমুদ্রার দাম বেড়েছে ৫৫ হাজার টাকা। ২০২৪ সালের আগস্টে এই মুদ্রার দাম ছিল ১ লাখ ১৫ হাজার টাকা।
শুধু স্বর্ণমুদ্রা নয়, বেড়েছে ফাইন সিলভারের স্মারক মুদ্রার দামও। প্রতিটি রৌপ্যমুদ্রা (বাক্সসহ) ১ হাজার ৫০০ টাকা বাড়িয়ে এখন বিক্রি হবে ৮ হাজার ৫০০ টাকায়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোয় এ সমন্বয় করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায়।
২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।
ঢাকা/নাজমুল/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।