চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে মারপিটের অভিযোগ
Published: 12th, September 2025 GMT
বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় নুর মোহাম্মদ (৫৫) নামে এক মসজিদের ইমামকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইমামের ছেলে জাকারিয়া।
ভুক্তভোগী নুর মোহাম্মদ শেরপুর উপজেলার শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম। অভিযুক্তরা হলেন— শাহ আলম (৩৬), শাহাদৎ হোসেন (২৫), জাহিদুল ইসলাম মেম্বর (৪২), রাসেল (৪০), উজ্জল হোসেন (২৫) এবং জনি (২২)।
অভিযোগপত্র ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নুর মোহাম্মদ প্রায় ১৫ বছর ধরে শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এলাকার ছোট ছেলে-মেয়েদের আরবি পড়ান। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা মসজিদের সামনে থেকে ইমাম নুর মোহাম্মদকে দাওয়াত ও মিলাদের কথা বলে রিকশাযোগে জাহিদুল মেম্বারের নির্মাণাধীন হোটেলের ভেতরে নিয়ে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এরপর আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগীর ছেলে জাকারিয়া বলেছেন, “আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”
ভুক্তভোগী ইমাম নুর মোহাম্মদ বলেছেন, “আমাকে কয়েকজন মারধর করেছে। জাহিদুল মেম্বার আমাকে তাদের থেকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, বাড়ি থেকে ৫ হাজার টাকা নিয়ে এসে দিন।”
জাহিদুল মেম্বার বলেছেন, “আমি পরে গিয়ে তাকে (ইমাম) উদ্ধার করেছি।”
ইমামকে বাড়ি থেকে ৫ হাজার টাকা নিয়ে এসে দিতে বলা হয়েছে কেন, এ প্রশ্নের কোনো জবাব দেননি জাহিদুল মেম্বার।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/এনাম/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র ম হ ম মদ মসজ দ র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন