পিরোজপুরের না‌জিরপু‌র উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার ও জাতীয় পার্টির (জাপা) উপজেলা সভাপতি আল আমিন খানসহ প্রায় ৫০ জন বাংলাদেশ জামায়াত ইসলামে যোগদান করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) না‌জিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা যোগদান করেন। জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইস্রাফিল হাওলাদার বলেন, ‘‘একজন মুসলমান হিসেবে সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম কায়েম হোক। বিএনপি ইসলামী আদর্শে পরিচালিত নয়, তাই জামায়াতে যোগ দিয়েছি।’’

এর আগে, গত ৯ মে জামায়াতের এক কর্মীর দোকানে খালেদা জিয়া ও জিয়াউর রহমান ছবি টানিয়ে দলীয় কার্যালয় বানানোর অপরাধে জেলা স্বেচ্ছাসেবক দল তাকে বহিষ্কার করে।

জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বলেন, ‘‘নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এলাকায় চাঁদাবাজি, মাদক কারবারসহ একাধিক অপকর্মের অভিযোগে নাজিরপুর উপজেলা বিএনপির  সুপারিশে তাকে কেন্দ্রের নির্দেশে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।’’

ঢাকা/তাওহিদুল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম উপজ ল

এছাড়াও পড়ুন:

এদের কোনো দিন শিক্ষা হবে না

আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ