উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ও জাপা সভাপতিসহ ৫০ জন যোগ দিলেন জামায়াতে
Published: 12th, September 2025 GMT
পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার ও জাতীয় পার্টির (জাপা) উপজেলা সভাপতি আল আমিন খানসহ প্রায় ৫০ জন বাংলাদেশ জামায়াত ইসলামে যোগদান করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা যোগদান করেন। জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইস্রাফিল হাওলাদার বলেন, ‘‘একজন মুসলমান হিসেবে সমাজে দ্বীন কায়েম করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম কায়েম হোক। বিএনপি ইসলামী আদর্শে পরিচালিত নয়, তাই জামায়াতে যোগ দিয়েছি।’’
এর আগে, গত ৯ মে জামায়াতের এক কর্মীর দোকানে খালেদা জিয়া ও জিয়াউর রহমান ছবি টানিয়ে দলীয় কার্যালয় বানানোর অপরাধে জেলা স্বেচ্ছাসেবক দল তাকে বহিষ্কার করে।
জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বলেন, ‘‘নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এলাকায় চাঁদাবাজি, মাদক কারবারসহ একাধিক অপকর্মের অভিযোগে নাজিরপুর উপজেলা বিএনপির সুপারিশে তাকে কেন্দ্রের নির্দেশে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।’’
ঢাকা/তাওহিদুল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম উপজ ল
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।