লাভলু-সেলিম-মাসুম রেজা সঙ্গে তারার মেলা
Published: 14th, September 2025 GMT
বাংলা নাটকের পর্দার আড়ালের তিন দিকপাল— সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম ও মাসুম রেজা। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে একসাথে যাত্রা শুরু করেছিলেন তারা। সময়ের পরিক্রমায় নাটক ও পরিচালনায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন প্রত্যেকে। এবার দীর্ঘদিন পর আবারও এক ফ্রেমে ধরা দিলেন এই তিন নাট্যস্রষ্টা, সঙ্গে একঝাঁক তারকা।
অভিনয়শিল্পী দম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলির নতুন বাড়িতে গৃহপ্রবেশ উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে মিলিত হন তারা। শুধু তাই নয়, সেই আয়োজনে যোগ দেন টিভি নাটকের আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী।
ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে নাট্যকার মাসুম রেজা লেখেন, “ছবিটার গুণগত মান খুব ভালো না, কিন্তু আমার কাছে এর বিশেষ তাৎপর্য আছে। ছবিতে খুব কাছাকাছি আমরা তিনজন— আমি, সালাহউদ্দিন লাভলু আর গিয়াসউদ্দিন সেলিম। নব্বইয়ের মাঝামাঝি থেকে আমরা একসাথে কাজ শুরু করেছিলাম। লাভলু ডিরেক্টর, সেলিম রাইটার ও ডিরেক্টর, আর আমি শুধু রাইটার।”
তিনি আরও লিখেছেন, “ছবিতে যারা আছেন, তাদের অনেকের সঙ্গেই সেই সময় থেকে কাজ করেছি আমরা। তাদের অনেক জনপ্রিয় নাটকের নির্মাতা আমরা তিনজন। রহমত দা এবং জলি আপার নতুন বাড়িতে প্রবেশ উপলক্ষে এই আয়োজন হয়েছে। কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান ও ডলি জহুরের উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ মর্যাদা দিয়েছে।”
ছবিতে ছিলেন— আরফান আহমেদ, ফারজানা চুমকি, নওশিন, মৌসুমী, সুইটি, রোবেনা, মীর সাব্বির, মোশাররফ করিম, রওনক হাসান, শোয়েব, মাসুদ মহিউদ্দিন, আদনান হিল্লোল, নাসিম, দীপা খন্দকার, সুষমা সরকার, ফারাজানা রোওশন, লিটন কর, মনির, পাশা, রিপনসহ আরও অনেকে। ছবিটি তুলেছেন তাহমিনা সুলতানা মৌ।
আয়োজনের জন্য রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলিকে ধন্যবাদ জানিয়ে মাসুম রেজা লেখেন, “রহমত দা আর জলি আপার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তোমাদের নতুন বাড়িতে তোমরা সুখে-শান্তিতে থাকো।”
সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর দর্শক-ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এক ছবিতে এত তারকার উপস্থিতি অনেকের কাছে এক বিরল চমক হয়ে এসেছে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘ওজোনস্তর ক্ষয়ে স্বাস্থ্য, কৃষি ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে’
ওজোনস্তর ক্ষয়ের ফলে মানবস্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, “ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।”
বিশ্ব ওজোন দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, “মন্ট্রিয়ল প্রটোকলের মতো কার্যকর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের কারণে পৃথিবী আজ ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এটি একটি দৃষ্টান্ত যে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।”
উন্নত দেশগুলো অর্থ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করায় ওজোনস্তর রক্ষায় বৈশ্বিক সাফল্য এসেছে মন্তব্য করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও একইভাবে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য। আমরা চাই, সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে নিয়ে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা হোক। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আচরণে পরিবর্তন আনলেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক।
এতে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক এবং ইউএনডিপির প্রতিনিধি।
অনুষ্ঠানে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা