২০০৭ সালে চ্যানেল আইয়ে প্রচারিত মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ধারাবাহিক নাটক ‘৪২০’ পেয়েছিল বিপুল জনপ্রিয়তা। সেই নাটকের ডাবলআপ সংস্করণ ‘৮৪০’ এবার সিনেমা রূপে প্রেক্ষাগৃহ মাতানোর পর আসছে ওটিটিতে। 

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ফারুকী নির্মিত রাজনৈতিক প্রেক্ষাপটের রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ দেখা যাবে তাদের প্ল্যাটফর্মে। 

আরো পড়ুন:

‘আমার শরীর দেখিয়ে কিছু প্রমাণ করার দরকার নেই’

এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা

সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এ ছাড়া আছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান এবং রাজশাহী ও নওগাঁর স্থানীয় কয়েকজন শিল্পী। 

অভিনেত্রী জাকিয়া বারী মম বলেন, “৮৪০ ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে শুনেছি। কাজটি আরো দর্শকের কাছে পৌঁছবে এখন। অসাধারণ গল্পের এই কাজ দর্শকের ভালো লাগবে। আশা করছি, প্রেক্ষাগৃহের মতো ওটিটিতেও দর্শক সাড়া দেবেন।” 

সিনেমাটির প্রযোজনায় ছিলেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীতে পাভেল আরিন, সাউন্ড ডিজাইনে রিপন নাথ। সম্পাদনা করেছেন তাহসিন মাহিম এবং শিল্প পরিকল্পনায় ছিলেন ইব্রাহিম এইচ বাবু। 

ট্রেইলার প্রকাশের সময় নির্মাতা ফারুকী বলেছিলেন, “ট্রেইলার দেখে দর্শক যেমন বুঝতে পারছেন বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল, সেটা একটা জেলা শহরের মধ্য দিয়ে দেখাতে চেয়েছি। এটাকে আমরা বলতে পারি, আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট। বিশ্বাস করি, এই দুঃশাসন নিয়ে আরো এক্স-রে রিপোর্ট সামনে আসবে।” 

নির্মাণের পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও করেছেন ফারুকী। নিজের ফেসবুকে তিনি লিখেছিলেন, “বহুদিন পর পলিটিক্যাল স্যাটায়ার বানালাম। খুব আনন্দিত হয়েছি হলের মধ্যে বারবার হাসির রোল শুনতে পেয়ে।”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র কর ছ ন

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ