শেরপুরে বিদ্যালয়ের মাঠে তাঁত শিল্পপণ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন
Published: 9th, October 2025 GMT
বগুড়ার শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল মাঠে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই শেরপুর প্রেসক্লাব আয়োজন করেছে মাসব্যাপী তাঁত শিল্পপণ্য মেলা। খেলার মাঠে মেলার আয়োজন ও মাঠে অবকাঠামো নির্মাণের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা মানববন্ধন করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘খেলা বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠনের ব্যানারে মাঠের পূর্ব পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এই মাঠে সারা দিন খেলাধুলার অনুশীলন চলে। এ ছাড়া সকালে হাঁটাহাঁটি ও ব্যায়ামের জন্যও ভরসা এই মাঠ। কিন্তু প্রায় ১০ দিন ধরে এখানে মেলার অবকাঠামো নির্মাণের কাজ চলছে। মেলা আয়োজনের জন্য ইতিমধ্যে বিদ্যালয়ের মাঠের সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে। মাঠের ভেতরে চলছে মেলার সাজসজ্জা ও স্টল নির্মাণের কাজ।
মানববন্ধনে শেরপুর ইউনাইটেড ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ইমরান হোসেন বলেন, শেরপুরে খেলার মাঠ না থাকায় প্রায় ১০ বছর ধরে তাঁরা সরকারি ডি জে হাইস্কুল মাঠে নিয়মিত ফুটবল অনুশীলন করে আসছেন। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণেরাও এই মাঠে ফুটবল অনুশীলন করেন। স্কুল মাঠে মেলার আয়োজন করায় এখন অনুশীলন বন্ধ রয়েছে। খেলাধুলার চর্চা নিশ্চিত করতে বিদ্যালয় মাঠে মেলা আয়োজনের উদ্যোগ বন্ধ করা দরকার।
শেরপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, এই মাঠ শুধু খেলাধুলার জন্য নয়, শেরপুরবাসীর জন্য একমাত্র উন্মুক্ত মাঠ। স্কুল মাঠ কোনোভাবেই বাণিজ্যিক কাজে ব্যবহার করা ঠিক হবে না।
ভেঙে ফেলা হয়েছে বিদ্যালয়ের মাঠের সীমানাপ্রাচীর.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডেঙ্গু দমনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, নাসিক প্রশাসককে স্মারকলিপি
ডেঙ্গু দমন ও জলাবদ্ধতা নিরসনসহ পাঁচ দফা দাবি জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন-'ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ'। বুধবার (৮ অক্টোবর) দুপুরে সিটি কর্পোরেশনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন।
সংগঠনটির প্রধান সমন্বয়ক সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, নাগরিকদের দাবির প্রেক্ষিতে পরিকল্পিত উন্নয়ন, মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিধনে সময়োপযোগী পদক্ষেপ, বিশুদ্ধ পানি সরবরাহ না হওয়া পর্যন্ত পানি কর প্রত্যাহার এবং মাসদাইরসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি। আশা করছি দ্রুত এর সমাধানে আন্তরিক হবে কর্পোরেশন।
স্মারকলিপি গ্রহণ শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে একজন প্রকৌশলীকে পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই সমাধান হবে।
তিনি আরও বলেন, অন্যান্য দাবিগুলোর ক্ষেত্রে সিটি কর্পোরেশন আগে থেকেই কাজ করে আসছে। কিছু বিষয় সময়সাপেক্ষ এবং চলমান। তবে নাগরিকদের সব যৌক্তিক দাবির ক্ষেত্রেই সিটি কর্পোরেশন আন্তরিক।