বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া মওলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন।

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঢাকার পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শনিবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট শেখ মো: আমির হামজা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিচারপতি মীর হাসমত আলী। সাবেক সচিব- ড.

মোহাম্মদ জকরিয়া প্রমুখ।

ড. মো: গোলাম কিবরিয়া, পীর সাহেব, খানকায়ে শামছিয়ায়ে চিশতিয়া, আড়াইহাজার, নারায়নগঞ্জ, চেয়ারম্যান- মাওলানা মো: আ: জাব্বার চিশতি মেমোরিয়াল ট্রাস্ট, সভাপতি- রওযাতুল মুত্তাকিন দাখিল মাদরাসা, সাবেক অধ্যক্ষ সাতারকুল নুর মোহাম্মদ সিনিয়র মাদরাসা, সাবেক মুহাদ্দিসমহাখালী কামিল মাদরাসা, আরো বহু সমাজ সেবা মূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

মুসলিম নিকাহ রেজিস্টার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করার সম্মাননা হিসেবে এ এওয়ার্ড প্রদান করা হয়ে। অধ্যক্ষ ড. মো: গোলাম কিবরিয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের জিগাতলা এলাকার নিকাহ রেজিস্ট্রার বা কাজী। 

ড. গোলাম কিবরিয়া নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা ইসলামপুর গ্রামের মরহুম আলহাজ্ব মাওলানা মো: আ: জাব্বার চিশতি শাজলী ও পুরস্কার প্রাপ্ত রত্নগর্ভা  মা মরিয়ম আফিফার ৫ম আলেম পুত্র। 
 

উৎস: Narayanganj Times

এছাড়াও পড়ুন:

অপেক্ষায় সৌমি

শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। 

সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। 

সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। 

সম্পর্কিত নিবন্ধ