ঘনিষ্ঠ দৃশ্যের জন্যই কি তৃপ্তি বাদ, অবশেষে মুখ খুললেন নির্মাতা
Published: 13th, January 2025 GMT
বলিউডের নবাগত অভিনেত্রী তৃপ্তি দিমরি যে প্রথম সারির নায়কদের বিপরীতেও নিজেকে প্রমাণ করতে পারেন তা প্রথম বোঝা গিয়েছিল ‘অ্যানিম্যাল’ সিনেমায়। পর্দায় রণবীরের সঙ্গে তৃপ্তি ঘনিষ্ঠ অভিনয় নিয়ে যেমন দর্শকের মধ্যে উত্তাপ ছড়িয়ে তেমনি বক্স অফিসে ছবিটি সাফল্যের তকমাও পেয়েছে। ফলে আগে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ‘অ্যানিমেল’ সিনেমার পর রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী।
‘অ্যানিমেল’র পর এই জুটি দর্শক চাহিদার প্রথমদিকে ছিল। সেই পর্ব মিটতে না মিটতেই তৃপ্তি দ্বিতীয়বার পর্দায় এলেন কার্তিককে নিয়ে। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতেও তিনি সফল। কিন্তু কার্তিকের সঙ্গে পর্দার প্রেম রণবীরের মতো জমে ওঠেনি।
এরপর শোনা যাচ্ছিল, ‘আশিকি ৩’ ছবিতে ফের কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি। কিন্তু সেটা আর হচ্ছে না। এ বিষয়ে সাফ জানিয়ে দিয়েছেন পরিচালক অনুরাগ বসু।
‘আশিকি ৩’ নিয়ে প্রথম থেকেই মানুষের আগ্রহ তুঙ্গে। কথাবার্তাও সেই অনুযায়ী এগিয়েছিল দুই তারকার সঙ্গে। কিন্তু আচমকাই বাদ পড়েন তৃপ্তি।
কারণ নিয়ে সিনেমার সংশ্লিষ্টরা জানান, এই ছবির জন্য নায়িকার মধ্যে যে সারল্যের প্রয়োজন তা তৃপ্তির মধ্যে নেই। তিনি নাকি অনেক সাহসী। সেই কারণেই পরিচালক নাকি তাকে বাদ দিয়েছেন। যদিও তৃপ্তি এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি।
নির্মাতা অনুরাগ বসু ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘এই তত্ত্বের একেবারেই কোনও ভিত্তি নেই। তাকে নিয়ে যে কথা হচ্ছে তৃপ্তি নিজেও সেটা খুব ভাল করে জানেন।’
এই জল্পনাও শোনা গিয়েছে যে, ছবিতে কার্তিকের বিপরীতে নাকি পরিচালকের মনে ধরেছেন অভিনেত্রী সারা আলি খানকে। যদিও সাইফকন্যার সঙ্গে একটা অতীত রয়েছে কার্তিকের। তবে কি ছবির স্বার্থে তাদের পুরানো প্রেম ফের পর্দায় ঝালিয়ে নিতে চাইছেন অনুরাগ!
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা