বরিশালে কৃষকদের সমাবেশে চলতি মৌসুমে ধানের দাম মণপ্রতি দেড় হাজার টাকা নির্ধারণ করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি জানানো হয়েছে। আজ সোমবার দুপুরে বরিশাল নগরের বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রণজিৎ মালির সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাসদের বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ, বেল্লাল গাজী, কৃষক ফ্রন্ট সংগঠক ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বাকেরগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি সূর্যভান বেগম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে ধানের দাম মণপ্রতি দেড় হাজার টাকা নির্ধারণ করে কৃষকের কাছ থেকে সরাসরি শস্য কিনতে হবে। সার, বীজ, কীটনাশকসহ সব কৃষি উপকরণের দাম কমাতে হবে। কৃষকদের কৃষিপণ্য স্বল্প মূল্যে পরিবহন করার জন্য সরকারি পরিবহনের ব্যবস্থা করতে হবে। জুলাই অভ্যুত্থানের রক্তস্নাত বাংলায় যদি কৃষকেরা আবারও সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের কাছে জিম্মি হয়ে যান, তাহলে শহীদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে।

মনীষা চক্রবর্তী বলেন, কৃষক মাথার ঘাম পায়ে ফেলে শস্য উৎপাদন করেন, কিন্তু দেশে সবকিছুর দাম বাড়ে, কৃষকদের ধানের দাম বাড়ে না। জমি চাষ, সার, কীটনাশক, বীজ, সেচ—সবকিছুতে মূল্য বৃদ্ধি পেয়েছে। এক মণ ধান উৎপাদন করতে কৃষক যে অর্থ ব্যয় করেন, ধান বিক্রি করে তাতে লাভ তো দূরে থাক, উৎপাদন ব্যয় ওঠে না। তবু কৃষকেরা পূর্বপুরুষের পেশাকে ধরে রেখেছেন। কিন্তু যুগ যুগ ধরে এই বঞ্চনার কারণে কৃষকের কোমর ভেঙে গেছে। এই অবস্থা চলতে থাকলে কৃষি পেশা থেকে মুখ থুবড়ে পড়বেন তাঁরা। এ জন্য কৃষকদের দিকে নজর দিতে হবে।

মনীষা বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন করেছি। এখন কৃষিক্ষেত্রে সংস্কার দরকার। কৃষকদের বৈষম্য বিলোপ করা দরকার। প্রয়োজনে দাবি আদায়ে কৃষকদের নিয়ে আমরা রাজপথে নামব, কিন্তু এই বঞ্চনা থেকে তাঁদের মুক্তি দিতে হবে।’ এ সময় কৃষি বিষয়ে কৃষকসহ সব অংশীজনের মতামত নিয়ে কৃষিব্যবস্থা সংস্কার করার জন্য ‘কৃষি কমিশন’ গঠনের দাবি জানান মনীষা।

সমাবেশ শেষে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ১০ দফা দাবিতে একটি স্মারকলিপি পেশ করে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ